ফুটপাত ও রাস্তা দখল করে জনভোগান্তি সৃষ্টি করা কোনোভাবেই সহ্য করা হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। এ বিষয়ে আগামী সপ্তাহ থেকেই শুরু হচ্ছে কঠোর উচ্ছেদ অভিযান। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে রাজধানীর মধুবাগ কমিউনিটি সেন্টারে ডিএনসিসির অঞ্চল-৩ এর আওতাধীন ১০টি ওয়ার্ডের স্থানীয়দের সঙ্গে গণশুনানিতে এসব কথা বলেন তিনি। এসময় অংশগ্রহণকারীরা স্থানীয় সমস্যার কথা তুলে ধরেনযার মধ্যে মশার উৎপাত, ফুটপাত বেদখল, স্ট্রিট লাইটের অকার্যকারিতা, জলাবদ্ধতা, খাল দখল, অটোরিকশার দৌরাত্ম্য, খেলার মাঠ ও সড়ক মুক্ত করার দাবি ছিল উল্লেখযোগ্য। হকারদের ফুটপাত দখল করে ব্যবসা করা নিয়ে নাগরিকরা উদ্বেগ জানালে প্রশাসক বলেন, আগামী সপ্তাহ থেকেই রাস্তা ও ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে স্থায়ীভাবে উচ্ছেদ অভিযান চালানো হবে।...
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে ডিএনসিসির কঠোর অভিযান: প্রশাসক
অনলাইন ডেস্ক

মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১
অনলাইন ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ। বুধবার (৯ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন। মঙ্গলবার (৮ এপ্রিল) দিনব্যাপী মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মেহেদী হাসান বলেন, গত মঙ্গলবার (৮ এপ্রিল) দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশের সাঁড়াশি অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে নারীসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- রাসেল (২৮), স্বপন (২৫), রাকিব (২২), ইসমাইল (৩০), রিয়াজ (৩২), মারুফ (২২), সিয়াম (২১), আরিফ (২৬), শারমিন আলম (৪৩), কিবরিয়া (২২) ও জাকির (৩৮)। এদের মধ্যে মাদক মামলায় ৪ জন, অস্ত্র আইনে ২ জন, চুরি এবং সাইবার নিরাপত্তা...
বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকা বাসিন্দাদের যানজট থেকে কিছুটা স্বস্তি দিতে সপ্তাহে একদিন একেক এলাকায় মার্কেট-শপিংমল বন্ধ রাখা হয়। এ বিষয়ে আগে থেকে না জেনে গিয়ে দেখলেন মার্কেট বন্ধ রয়েছে। এমন অবস্থায় মেজাজ ও মন দুটোই খারাপ হওয়া স্বাভাবিক। আসুন জেনে নিই বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানীতে যেসব এলাকার মার্কেট ও দোকানগুলো বন্ধ থাকে। যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে মোহাম্মাদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, মিরপুর স্টেডিয়াম, চিড়িয়াখানা, টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট, ইস্কাটন, মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাজাহানপুর, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরাপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলি, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা, রমনা শিশু পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, নিউমার্কেট। বন্ধ থাকবে যেসব মার্কেট মোহাম্মাদপুর টাউন হল মার্কেট, কৃষি...
রাজধানীতে যুবলীগ নেতা গলাকাটা কাওসার গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

বাড্ডা থানা যুবলীগের আহ্বায়ক কায়সার মাহমুদ ওরফে গলাকাটা কাওসারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)। বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার বাড্ডা থানা যুবলীগের আহ্বায়ক কাওসার মাহমুদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে৷ news24bd.tv/তৌহিদ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর