এবারের ঈদে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত সিকান্দার সিনেমা। মুক্তির পর থেকেই এখনও পর্যন্ত আশানুরূপ ফল করেনি সিনেমাটি। এছাড়া হুড়মুড়িয়ে কমেছে সিনেমার শোয়ের সংখ্যাও। এদিকে ভাইজান জানালেন, ইন্ডাস্ট্রি নাকি সিকান্দার সিনেমার প্রচারের সময় তার পাশে দাঁড়ায়নি! সালমান খানকে বরাবর ইন্ডাস্ট্রির শুভাকাঙ্খি হিসাবেই সকলে জানে। ইন্ডাস্ট্রির অন্যান্য তারকাদের সিনেমার প্রচারে প্রায়শই দেখা যায় অভিনেতাকে। এমনকী মোহনলালের এল ২: এমপুরান এবং সানি দেওলের আগামী ছবি জাটকেও শুভেচ্ছা জানাতে ভোলেননি ভাইজান। অথচ তার নিজের সিনেমা সিকান্দার-এর প্রচারে দেখা যায়নি প্রায় কোনও বলি তারকাকেই। কেন এমন বিভেদ? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এবার মুখ খুলেছেন ভাইজান নিজেই। খানিকটা ক্ষোভ ও অভিমানের সুরে সালমান বলেছেন, ওনারা হয়তো ভেবেছেন আমার সাহায্যের প্রয়োজন নেই। কিন্তু...
ফ্লপের মুখে ‘সিকান্দার’, যা বললেন সালমান
অনলাইন ডেস্ক

আমি এখনও বাড়ি ফিরে কেঁদে ফেলি: ঋতুপর্ণা
অনলাইন ডেস্ক

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এই অভিনেত্রী আসন্ন ছবি পুরাতন মুক্তির দোরগোড়ায়। মুক্তির আগে ছবির প্রচারে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। রিলিজের আগে নতুন ছবি ও ব্যক্তিগত নানান বিষয়ে কথা বলেন ঋতুপর্ণা। কেমন আছেন জানতে চাইতেই ঋতুপর্ণা বললেন, আপাতত খুব চিন্তায় আছি। রাতে ঘুম আসছে না। সামনেই পুরাতন মুক্তি যে। এখনও ছবি মুক্তির আগে একই রকম টেনশন কাজ করে তা হলে? অভিনেত্রীর কথায়, এখন আরও বেশি করে। সেটা আমি কাউকে বুঝতে দিই না। আসলে কোন কাজটা হলো আর কোনটা মিস করে গেলাম, এই ভাবতে-ভাবতে দিন-রাত এক হয়ে যাচ্ছে। এটা শুধু প্রযোজনা বলে নয়, আমি যেখানে অভিনয় করি, সেখানেও একই রকমের টেনশন হয়। অভিনেত্রী ঠিক কতটা আবেগপ্রবণ? ঋতুপর্ণার কথায় এখনও কোনও ডিসার্ভিং অ্যাওয়ার্ড না পেলে আমি বাড়ি ফিরে কেঁদে ফেলি। কিছুদিন আগেই তেমনটা হয়েছে। ভীষণ কষ্ট পেয়েছিলাম।...
‘রণবীর আমার প্রথম স্বামী, যাকে আমি বিয়ে করিনি’
অনলাইন ডেস্ক

অভিনেতা গৌরব চক্রবর্তীর সঙ্গে সুখে সংসার করছেন ঋদ্ধিমা ঘোষ। তিনি নিজেও একজন অভিনেত্রী। ২০২৪ সালে পুত্র সন্তানের মা হয়েছেন। পুত্র ধীর ও স্বামী গৌরবকে নিয়ে সুখের সংসার ঋদ্ধিমার। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের পডকাস্ট শো-তে এসে রণবীর কাপুরের প্রতি তাঁর ভালো লাগার কথা অকপট ব্যক্ত করেছেন ঋদ্ধিমা। রণবীর কলকাতায় এসেছিলেন যখন, তাঁকে সামনে থেকে দেখে প্রায় কেঁদেই ফেলেছিলেন ঋদ্ধিমা। তাঁর নামকরণও হয়েছে কাপুর পরিবারের থেকে অনুপ্রাণিত হয়ে। সেই পডকাস্টে রাহুলকে ঋদ্ধিমা বলেছিলেন, রণবীরের দিদির নাম ঋদ্ধিমা। সেই কারণে আমার বাবা-মাও রেখেছিলেন, ঋষি কাপুর ও নিতু কাপুর মেয়ের ওই নাম রেখেছেন বলে। ঋদ্ধিমা তারপরই জানান, রণবীরের জন্য তিনি কতখানি ব্যাকুল। অভিনেতাকে নিজের প্রথম স্বামী বলেছেন ভক্ত ঋদ্ধিমা। বলেছেন, রণবীর আমার প্রথম স্বামী, যাঁকে আমি বিয়ে...
মস্কো উৎসবে বাংলাদেশের সিনেমা ‘মাস্তুল’
অনলাইন ডেস্ক

বিশ্বের অন্যতম চলচ্চিত্র আসর মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবের এবারে আসরের মূল প্রতিযোগিতা বিভাগে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত বাংলাদেশের মাস্তুল সিনেমা। বুধবার বিকেলে মূল প্রতিযোগিতা বিভাগসহ উৎসবের বিভিন্ন বিভাগের সিনেমা নিয়ে বিস্তারিত ঘোষণা করেছে উৎসব কর্তৃপক্ষ। পরে অফিশিয়াল ওয়েব সাইটেও উৎসবের বিস্তারিত তুলে ধরা হয়। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আসন্ন ৪৭তম আসর শুরু হবে আগামী ১৭ এপ্রিল থেকে। ৮ দিনব্যাপী এই উৎসবের পর্দা নামবে আগামী ২৪ এপ্রিল। উৎসবে বাংলাদেশের মাস্তুল ছাড়াও থাকছে রাশিয়া, কোরিয়া, স্পেন আর্জেন্টিনা ও জার্মান, তুরস্কসহ বিভিন্ন দেশের মোট ১১টি সিনেমা। মাস্তুল মূল প্রতিযোগিতা বিভাগে স্থান করে নেয়ায় উচ্ছ্বসিত নির্মাতা নূরুজ্জামান। আনন্দ প্রকাশ করে এই নির্মাতা বলেন, মস্কোতে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর