নিউজিল্যান্ডে নিহতদের প্রতি জাতিসংঘ মহাসচিবের শ্রদ্ধা

ছবি সংগৃহীত

নিউজিল্যান্ডে নিহতদের প্রতি জাতিসংঘ মহাসচিবের শ্রদ্ধা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের আল নূর এবং লিনউড মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

মঙ্গলবার (১৪ মে ২০১৯) দেশটির শীর্ষস্থানীয় রেডিও স্টেশন নিউজটক জেবির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

রেডিও স্টেশনটির ক্যান্টারবারি মর্নিংসের হোস্ট ক্রিস লিনচের সঙ্গে অনুষ্ঠিত এক সাক্ষাৎকারে অ্যান্তোনিও গুতেরেস বলেন, ঘৃণ্য বক্তব্য সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। এটি বন্ধ হওয়া উচিত।

তিনি প্রতি বছর পবিত্র রমজান মাসে যেকোনো একটি মুসলিম কমিউনিটি পরিদর্শন করে তাদের প্রতি তার সংহতি জানান।

জাতিসংঘের মহাসচিব বলেন, আজকের ক্রাইস্টচার্চ পরিদর্শন ছিল শোক ও সমবেদনা প্রকাশ, যা অন্য যেকোনো কিছুর চেয়ে অনেক বেশিকিছু।

তিনি বলেন, আমি মনে করি হামলার পর এই সম্প্রদায়ের প্রতিক্রিয়া খুবই চমৎকার ছিল। নিউজিল্যান্ডের মানুষের মতো তারা ক্ষমাশীলতা, সহিষ্ণুতা ও সরলতা দেখিয়েছে।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর