সৌদি থেকে বৃত্তি পেল ১০ শিক্ষার্থী

বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ রিয়াদ

জেএসসি পরীক্ষা

সৌদি থেকে বৃত্তি পেল ১০ শিক্ষার্থী

মোহাম্মদ আল-আমিন, সৌদি আরব প্রতিনিধি

২০১৯ সালের জেএসতিতে বহির্বিশ্বের কেন্দ্রগুলোর মধ্যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ রিয়াদ বাংলা শাখা এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ জেদ্দা বাংলা শাখা থেকে বৃত্তি পেয়েছে ১০জন শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্ট পুল তিনজন এবং সাধারণ ক্যাটাগরিতে সাতজন রয়েছে।

রিয়াদ বাংলা স্কুল পরিচালনা পর্ষদের সিগনেটরি ইন্জিনিয়ার গোফরান বৃত্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

রিয়াদ থেকে পাঁচজনের বৃত্তি পাওয়া নিয়ে গোফরান তার প্রতিক্রিয়ায় স্কুলের শিক্ষক, অভিবাবক এবং দুতাবাসের কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

ট্যালেন্ট পুলে বৃত্তি প্রাপ্ত তিন শিক্ষার্থী হলো- সুলতান রেজাউল (রিয়াদ), মো. আদনান হোসাইন (রিয়াদ) আফিফা মান্নান (জেদ্দা) এবং সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি প্রাপ্ত সাত শিক্ষার্থী হলো- কাজী নাঈম গিয়াস (রিয়াদ, তাহসিন আনজুম সারাফ (রিয়াদ), মাহের মোহাম্মদ (রিয়াদ), আনিসুর রহমান (জেদ্দা), রায়তান (জেদ্দা), রাসা সিদ্দিকী (জেদ্দা) ও রিনাদ সায়েদ (জেদ্দা)।
 
(নিউজ টোয়েন্টিফোর/আল-আমিন/তৌহিদ)

সম্পর্কিত খবর