সাতক্ষীরায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী পলাতক

হাসপাতালে সুমাইয়া খাতুনের মরদেহ

সাতক্ষীরায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী পলাতক

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কামালনগরে স্বামী বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। নিহতের নাম সুমাইয়া খাতুন (১৯)। তিনি শহরের কামালনগর এলাকার সাকিব হোসেনের স্ত্রী ও আশাশুনি উপজেলা কাদাকাটি গ্রামের মঞ্জুরুল সরদারের মেয়ে।

নিহতের খালা ফাতেমা তুজ জোহরা জানান, দেড় বছর আগে তার বোনের মেয়ে সুমাইয়া খাতুনের সঙ্গে বিয়ে হয় শহরের কামালনগর এলাকার সাকিব হোসেনের। বিয়ের পর থেকে সে (সাকিব) প্রায়ই তার স্ত্রীকে মারপিট করতো। এরই জের ধরে আজ শুক্রবার ভোরে মারপিটের এক পর্যায়ে সুমাইয়ার মৃত্যু হয়। পরে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ায় ঝুলিয়ে অত্মহত্যার প্রচারণা চালায় সাকিব।

এর আগে সাকিব তার স্ত্রীর লাশ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, ডাক্তার মৃত ঘোষণার পরপরই পালিয়ে যায় সাকিব। নিহত সুমাইয়ার ৬ মাসের একটি ছেলে সন্তান রয়েছে।

সাতক্ষীরা সদর থানার এসআই কিশোর কুমার বিশ্বাস জানান, নিহতের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/জুঁই/তৌহিদ)

সম্পর্কিত খবর