দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনার সূত্র ধরে এবার যুগপৎ আন্দোলনের সঙ্গী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকে বসছে বিএনপি। আগামীকাল শনিবার (১৯ এপ্রিল) বিকেল তিনটায় রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করবেন বিএনপির লিয়াঁজো কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১২ দলীয় জোট ও এলডিপির সঙ্গে বৈঠক করবেন লিয়াঁজো কমিটির প্রধান নজরুল ইসলাম খান। বিকেল ৩টায় ১২ দলীয় জোট ও সন্ধ্যা ৭টায় এলডিপির সঙ্গে আলোচনা করবেন তিনি। গত ১৬ এপ্রিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপি। সেখানে তারা আগামী ডিসেম্বরের মধ্যে এয়োদশ সংসদ...
শনিবার যুগপৎ সঙ্গীদের সঙ্গে বসছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক

আ.লীগ কীভাবে রাস্তায় নামছে, কারা সুযোগ দিচ্ছে- প্রশ্ন হানিফের
অনলাইন ডেস্ক

ঢাকার উত্তরায় আজ শুক্রবার হঠাৎ ঝটিকা মিছিল করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্র সংগঠন ছাত্রলীগের অর্ধশতাধিক কর্মী অংশ নেন। তারা বিভিন্ন স্লোগান দিয়ে মিছিলটি সম্পন্ন করেন। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এই মিছিল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিশেষ করে বিরোধী রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে বিষয়টি নিয়ে ক্ষোভের সঞ্চার হয়েছে। গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য এবং গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ নিজের ফেসবুক পোস্টে এ ঘটনার কড়া সমালোচনা করে বলেন, গণহত্যায় অভিযুক্তরা প্রথমে রাস্তায় নামতে সাহস পায়নি। এরপর ধীরে ধীরে রাস্তায় আসছেপ্রথমে ৫-১০ জন, পরে ১০-২০, এখন ৫০-১০০ জন। তিনি প্রশ্ন তোলেন, তারা কীভাবে রাস্তায় নামছে? কারা তাদের সেই সুযোগ দিচ্ছে? আবু হানিফ আরও মন্তব্য করেন,...
আওয়ামী লীগের কবর বাংলাদেশে হবে না: হাদি
অনলাইন ডেস্ক

জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে আওয়ামী লীগের কবর বাংলাদেশে হবে না জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। বলেছেন, বর্তমান সরকারের একটা অংশের মদদ ছাড়া আওয়ামী লীগ বিভিন্ন আসন ধরে ধরে নির্বাচনী প্রচারণা চালাবে এই দুঃসাহস তাদের নাই। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে রংপুর কেরামতিয়া মসজিদের সামনে গণসংযোগের সময় তিনি এ কথা বলেন। সরকারের উদ্দেশে ইনকিলাব মঞ্চের এ মুখপাত্র বলেন, জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে আওয়ামী লীগের কবর বাংলাদেশে হতে দেওয়া হবে না। হয় তাদের দিল্লি যেতে হবে অথবা তাদের লাশ বঙ্গোপসাগরে ভেসে যাবে। তিনি বলেন, এই সরকারের আমলে জুলাই, পিলখানা ও শাপলা চত্ত্বর গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে। একইসঙ্গে গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিকল্প নেই। এ সময় আগামী ২৫ এপ্রিল শাহবাগে আওয়ামী লীগ...
ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক শনিবার
অনলাইন ডেস্ক

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আগামীকাল শনিবার (১৯ এপ্রিল) বৈঠকে বসবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে অংশ নেবে এনসিপির প্রতিনিধি দল । news24bd.tv/NS
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর