ইসরাইলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সিরিয়া

ইসরাইলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হচ্ছে

ইসরাইলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সিরিয়া

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইসরাইল থেকে ছোঁড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে সিরিয়ার সামরিক বাহিনী দাবি করেছে।

সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ইউনিট এসব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, শুক্রবার রাতে ইসরাইলি সেনারা এই আগ্রাসন চালায়।

কয়েকটি রিপোর্টে বলা হয়েছে, রাজধানীর কাছে তারা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।

পরে আপডেট খবরে সানা জানিয়েছে, সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশের কাছে অধিকৃত গোলান মালভূমি থেকে এসব ক্ষেপণাস্ত্র এসেছে তবে আকাশ প্রতিরক্ষা ইউনিট এসব ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।

ইসরাইল প্রায় সময়ই সিরিয়ার ওপর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো সিরিয়ার সেনাদের হাতে যে মারাত্মক পরাজয়ের মুখে পড়েছে তা থেকে তাদের রক্ষা করার জন্য ইসরাইল এসব হামলা চালায় বলে মনে করা হয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর