ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দরে তেলবাহী লরি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ১০টায় মহাসড়কের মদনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, বন্দরের মুরাদপুর এলাকার আজিজুর রহমানের ছেলে শাওন (১৭) ও একই এলাকার ইয়াকুব আলীর ছেলে ওবায়দুল্লাহ (১৮)। জানা গেছে, মহাসড়কের মদনপুরস্থ দেওয়ানবাগ এলাকার চট্টগ্রামগামী লেনের দ্রুত গতির তেলবাহী লরির সঙ্গে উল্টোপথে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। তখন ঘটনাস্থলের আশপাশে থাকা জনতা ঘাতক গাড়িটি আটকাতে সক্ষম হলেও চালক পালিয়ে যান। ঘটনাস্থলে যাওয়া এসআই মতিউর রহমান জানান, তেলবাহী লরির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা...
নারায়ণগঞ্জে তেলবাহী লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
নারায়ণগঞ্জ প্রতিনিধি

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে নূর ফ্যাশন কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে ৯টা পর্যন্ত দুই ঘণ্টা ধরে চলা এ অবরোধে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, নূর ফ্যাশনের শ্রমিকরা ২-৩ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়কে নামেন। তারা অভিযোগ করেন, কারখানা কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসের পরও বেতন পরিশোধ করা হয়নি, ফলে তারা সড়ক থেকে সরবেন না বলে জানান। শ্রমিকদের অভিযোগ, কারখানার মালিক প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে বারবার নতুন নামে পরিচালনা করছেন। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী এসে লাঠিচার্জ করে শ্রমিকদের সরিয়ে দেয় বলে তারা অভিযোগ করেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, স্থানীয় বিএনপি নেতাসহ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতা বহিষ্কার
অনলাইন ডেস্ক

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগরের চার নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান, যুগ্ম সদস্যসচিব সৈয়েদ আবদুল্লাহ, যুগ্ম সদস্যসচিব রাকিব হাসান সুজন ও সংগঠক সাফওয়ান ইফাজ। বৃহস্পতিবার (৬ মার্চ) সংগঠনের আহ্বায়ক আল শাহরিয়ার ও সদস্যসচিব জহুরুল তানভীর এই সিদ্ধান্ত অনুমোদন করেন। সংগঠনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃতদের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং তাদের ভবিষ্যৎ কোনো কার্যক্রমের দায়ভার সংগঠন নেবে না। সংগঠনের আহ্বায়ক আল শাহরিয়ার, সদস্যসচিব জহুরুল তানভীর ও মুখপাত্র আয়মান আহাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।...
এএসপিকে বহনকারী গাড়ি খাদে, অল্পের জন্য রক্ষা
অনলাইন ডেস্ক

বরগুনায় সহকারী পুলিশ সুপার (এএসপি) তারিকুল ইসলাম মাসুদকে বহনকারী পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি ও সঙ্গে থাকা পুলিশ সদস্যরা। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে বরগুনা-পুরাকাটা সড়কের পুরাকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, আমতলী সার্কেলের এএসপি তারিকুল ইসলাম মাসুদ বরগুনা থেকে আমতলীর উদ্দেশে রওনা হন। গাড়িতে চালকসহ আরও এক পুলিশ সদস্য ছিলেন। পথিমধ্যে পুরাকাটা এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে গেলেও গাড়ির ভেতরে থাকা সবাই অল্পের জন্য রক্ষা পান। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হননি। সামান্য আঘাত পেলেও সবাই নিরাপদে আছেন। দুর্ঘটনাস্থল থেকে গাড়িটি উদ্ধার করা হয়েছে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর