বিশ্বকাপের ধারাভাষ্যে সৌরভ গাঙ্গুলী

সৌরভ গাঙ্গুলী ও সঞ্জয় মাঞ্জেরেকার

বিশ্বকাপের ধারাভাষ্যে সৌরভ গাঙ্গুলী

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিশ্বকাপ শুরুর বাকি মাত্র ১০ দিন। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে বসবে ক্রিকেট বিশ্বকাপের এ আসর। বিশ্বকাপে কারা ধারাভাষ্য দেবেন তার তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এবারের বিশ্বকাপে ধারাভাষ্যে ভারতের দুজন অংশ নেবেন।

২৪ সদস্যের ধারাভাষ্যকারের তালিকায় রয়েছেন ভারতের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

তাঁর সঙ্গে রয়েছেন আরেক ভারতীয় সঞ্জয় মাঞ্জেরেকারও।  

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর প্রচার করে।

খবরে জানানে হয়, এ তালিকায় আরও রয়েছেন নাসের হুসেন, ইয়ান বিশপ, কুমার সঙ্গাকারা, মাইকেল আথারটন, ব্রেন্ডন ম্যাকালাম, গ্রেম স্মিথ ও ওয়াসিম আকরার মতো কিংবদন্তিরা।

 

লন্ডনের ওভালে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।  

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর