সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে সময়মতো নির্বাচন অনুষ্ঠিত করার দাবি জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, এক-এগারোর পরিবেশ তৈরির অপচেষ্টা হলে রাজপথে নামবে বিএনপি। শনিবার (১৯ এপ্রিল) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি আয়োজিত অনির্বাচিত সরকার গণতন্ত্র, বিনিয়োগ ও উন্নয়নের বড় বাধা; জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দাবিতে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দীর্ঘসময় ধরে যে বিষয় নিয়ে গণতান্ত্রিক শক্তিগুলো দাবি জানিয়েছে সেই নির্বাচন নিয়ে এখন তালবাহানা কেন- এমন প্রশ্ন করে জয়নুল আবদিন ফারুক বলেন, জুলুম অত্যাচার নিপীড়ন সহ্য করে টিকে থাকা বিএনপিকে জনবিচ্ছিন্ন করার চক্রান্ত সফল হবে না। বিএনপিকে মুক্তিযুদ্ধের দল দাবি করে এ সময় তিনি বলেন, পুনরায় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ষড়যন্ত্র...
‘এক-এগারোর পরিবেশ তৈরির অপচেষ্টা হলে রাজপথে নামবে বিএনপি’
নিজস্ব প্রতিবেদক

আশা করি ড. ইউনূস সফল হবেন : মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক

ড. ইউনূস সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি চেষ্টা করছেন৷ তাকে ধন্যবাদ জানাই। আশা করি ড. ইউনূস সফল হবেন। আসুন আমরা নিজেরা নিজেদের সাহায্য করি। রোববার (১৯ এপ্রিল) রাজধানীতে বাংলাদেশের ক্ষমতায়ন: নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধির পথ শীর্ষক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। মির্জা ফখরুল বলনে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশের পরিস্থিতি ও ভবিষ্যৎ ভালো হবে, খুব ভালো হবে। তিনি বলনে, ডোনাল্ড ট্রাম্প, চীনের শি জিনপিং, ভারতের নরেন্দ্র মোদি এসে ধাক্কা দিয়ে কিছু করে যাবে না, যা করার আমাদের করতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়েছি, হতেও হবে। যেভাবে গণঅভ্যুত্থানে সবাই এক হয়েছিল সেভাবে এক হয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন, সবাই এখন ভিন্ন দিকে নজর দিচ্ছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যে ট্যারিফ দিয়েছে তা দেশের জন্য একটু বিপদে পড়ার মতোই। মার্কিন...
সংস্কার ও বিচার নিশ্চিত করেই নির্বাচন দিতে হবে: জামায়াত আমির
লালমনিরহাট প্রতিনিধি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংস্কার ও বিচার নিশ্চিত করেই নির্বাচন দিতে হবে। নির্বাচন এমনভাবে করতে হবে, যেন কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারে। তাই জাতীয় নির্বাচনের পূর্বে সরকারকে ৩টি শর্ত পূরণ করতে হবে। অন্যথায় নির্বাচন জনগণ মেনে নেবে না বলে জানান তিনি। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, হাজার প্রাণের বিনিময়ে, হাজার হাজার মানুষের পঙ্গুত্বের বিনিময়ে, আহত হওয়ার বিনিময়ে দেশে এই পরিবর্তন এসেছে। তাই অবশ্যই সংস্কার সাধন করতেই হবে। এই সংস্কার কারা করবে? সংস্কারের প্রধান অংশীজন হলো রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলগুলো যত তাড়াতাড়ি ও আন্তরিকতার সঙ্গে সংস্কারে সহযোগিতা করবে, তত তাড়াতাড়ি নির্বাচনের পরিবেশ তৈরি হবে। সংস্কার যদি না হয়, তাহলে সংস্কারের...
শুধু একটি দলকে সরিয়ে অন্য দলকে বসানো জুলাইয়ের উদ্দেশ্য ছিল না: নাহিদ ইসলাম

দেশে যেন আর স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত না হয় সে জন্য জুলাই সনদ প্রয়োজন বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। তিনি বলেন, শুধু একটি দলকে সরিয়ে অন্য দলকে ক্ষমতায় বসানো জুলাইয়ের উদ্দেশ্য ছিল না; বরং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্তই ছিল জুলাইয়ের আকাঙ্ক্ষা। তিনি বলেন, অভ্যুত্থানের পরে জনমনে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা পূরণ করা আমাদের অঙ্গীকার। এদিকে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রিয়াজ বলেছেন, ফ্যাসিবদের বারবার ফিরে আসা ঠেকাতে রাষ্ট্রের গঠনমূলক সংস্কারের জন্য জাতীয় ঐক্যমত প্রয়োজন। বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির ৮ সদস্যের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর