‘অবাধ তথ্য মানুষের কাছে পৌঁছে যাচ্ছে’

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম. রেজাউল করিম

‘অবাধ তথ্য মানুষের কাছে পৌঁছে যাচ্ছে’

ইমন চৌধুরী, পিরোজপুর প্রতিনিধি

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম. রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক বেসরকারি টেলিভিশ চ্যানেল অনুমোদন দেওয়ায় অবাধ তথ্য মানুষের কাছে পৌঁছে যাচ্ছে।

রোববার দুপুরে বাংলা টিভির তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে পিরোজপুর প্রেস ক্লাবে এক আলোচনা সভায় মন্ত্রী একথা বলেন।  

পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি জহিরুল হক টিটুর সভাপতিত্বে বাংলা টেলিভিশনের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক বেসরকারি টেলিভিশ চ্যানের অনুমোদন দেওয়ায় অবাধ তথ্য মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। দেশের আনাচে-কানাচে কোথায় কী ঘটছে আমরা জানতে পারছি।

বিশেষ অতিথির বক্তব্য দেন- ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। এছাড়াও প্রেস ক্লাবের সভাপতি জহিরুল হক টিটু, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ, সাংবাদিক এস এম পারভেজ, এ কে আজাদ, ফসিউল ইসলাম বাচ্চু, খালিদ আবু, শিরিনা আফরোজ, খেলাফত হোসেন খসরু প্রমূখ বক্তব্য দেন।

(নিউজ টোয়েন্টিফোর/ইমন/তৌহিদ)

সম্পর্কিত খবর