বিজিবির পোষাকে শোরুমে ঢুকে মোবাইল ফোন ছিনতাই!

মোবাইল ফোন ছিনতাই

বিজিবির পোষাকে শোরুমে ঢুকে মোবাইল ফোন ছিনতাই!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটের একটি শোরুম থেকে বিজিবির পোষাক পরিহিত তিন যুবক ৫০টি স্মার্ট মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় শিবগঞ্জ থানায় জিডি করা হয়েছে।

এদিকে ঘটনাটির ব্যাপারে বিজিবি ও পুলিশ সংবাদ মাধ্যমকে কোনো তথ্য দিচ্ছে না।

ঘটনার পর মোবাইল দোকানের মালিককে বিজিবি নিয়ে যাবার পর দোকানদারও মুখ খুলছে না। ফলে বিষয়টি নিয়ে ধুম্রজাল লের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গতকাল সোমবার দুপুর দুটার দিকে বিজিবির পোষাক পরিহিত তিন ব্যক্তি কানসাট গোপালনগর মোড়ে কবিরুল ইসলামের মালিকানাধীন কে এস টেলিকম নামক মোবাইল ফোনের শোরুমে ঢুকে একের পর এক মোবাইল ফোন নিতে থাকে। এ সময় শো-রুমের কর্মচারীরা এর প্রতিবাদ করলে তারা আটক করে নিয়ে যাবার হুমকি দেয়। এ সময় রুবেল নামে এক ব্যক্তি জোরালো প্রতিবাদ করলে তাকে বিজিবি পোষাক পরিহিতরা ধাক্কা মেরে ফেলে দেয় এবং ৫০ পিস স্মার্ট মোবাইল ফোন নিয়ে দ্রুত পালিয়ে যায়। এদিকে সিটি টিভির ফুটেজে একজন বিজিবির পোষাক পরিহিত ব্যক্তিকে দোকানের ভেতরের শো-কেশ থেকে মোবাইল ফোনগুলো নামাতে দেখা গেছে।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি শিকদার মশিউর রহমান জানান, বিষয়টি নিয়ে থানায় একটি জিডি করা হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল সাজ্জাদ সারোয়ার ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

(নিউজ টোয়েন্টিফোর/রফিকুল/তৌহিদ)

সম্পর্কিত খবর