শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপকড. এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (১০ মার্চ) এক ব্রিফিংয়ে এসব জানান তিনি। এসময় প্রেস সচিব আরও বলেন, অধ্যাপক আমিনুল ইসলামের বিষয়ে কেবিনেট সেক্রেটারির সাথে কথা হয়েছে। আমিনুল ইসলামের শুধু পদত্যাগের ব্যাপারটাই আমরা জানি। তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। আর কিছু জানি না। আরও পড়ুন পদত্যাগ করলেন ড. আমিনুল ইসলাম ১০ মার্চ, ২০২৫ শেখ হাসিনার আমলে পাচারকৃত টাকা ফিরিয়ে আনতে খুব শিগগিরই আইন করা হচ্ছে বলেও জানান তিনি। প্রেস সচিব বলেন, টাকা পাচারে ১১টা কোম্পানি ও ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে প্রথমে আছেন শেখ হাসিনা ও তার পরিবার।...
ড. আমিনুল ইসলামের পদত্যাগের বিষয়ে যা বললেন প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক

শেখ হাসিনার আমলে পাচারের টাকা ফিরিয়ে আনতে হচ্ছে আইন
নিজস্ব প্রতিবেদক

শেখ হাসিনার আমলে পাচারকৃত টাকা ফিরিয়ে আনতে খুব শিগগিরই আইন করা হচ্ছে বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (১০ মার্চ) এক ব্রিফিংয়ে তিনি জানান, টাকা পাচারে ১১টা কোম্পানি ও ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে প্রথমে আছেন শেখ হাসিনা ও তার পরিবার। তিনি আরও জানান, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন। এসময় প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, ঠিক সময়ে পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে দিতে আগামী বছরের পাঠ্যপুস্তক ছাপানো কাজ আগামীকাল থেকেই শুরু হবে। news24bd.tv/FA
উন্নত চিকিৎসাসেবা নিতে চীনে গেল ১৪ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক

উন্নত চিকিৎসা সেবা নিতে চীনা দূতাবাসের আয়োজনে ১৪ জন বাংলাদেশি রোগীর প্রথম দল ঢাকা ছাড়লো আজ সোমবার (১০ মার্চ)। বাংলাদেশিদের চিকিৎসা ব্যবস্থায় সহায়তা করতেই চীনের ইউনানে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছে চীনা দূতাবাস। সোমবার সকালে বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এই কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশিরা চিকিৎসার সুব্যবস্থা পাবে বলে জানিয়েছেন তিনি। রোগী-চিকিৎসকসহ মোট ৩১ জনের একটি দলের জন্য চারটি হাসপাতালকে ডেডিকেটেড করেছে চীন বলেও উল্লেখ করেন রাষ্ট্রদূত। এসময় উপস্থিত পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন বলেন, বাংলাদেশি রোগীদের নিয়ে চীনের প্রথম দলের এই যাত্রা চীনের সাথে বাংলাদেশ এক নতুন অধ্যায় শুরু। চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখতে বেশ কিছু কার্যক্রম রয়েছে বলেও জানান সচিব।...
ফিতরা নির্ধারণে সভা মঙ্গলবার
অনলাইন ডেস্ক

হিজরি ১৪৪৬ সনের সাদাকাতুল ফিতরের হার নির্ধারণে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত হবে মঙ্গলবার (১১ মার্চ)। ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন জানান, মঙ্গলবার বেলা ১১টায় বায়তুল মুকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে বিশিষ্ট মুফতি ও আলেমদের সমন্বয়ে গঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। গত বছর সাদাকাতুল ফিতরের হার ছিল জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা ও সর্বোচ্চ দুই হাজার ৯৭০ টাকা। news24bd.tv/AH
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর