ঝিনাইদহের কালীগঞ্জের সাবেক পৌরসভার মেয়র ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলা শহরের আড়পাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, সোমবার দুপুর ১টার দিকে শহরের আড়পাড়া গ্রামের নিজ বাসায় কালীগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিএনপি দলীয় কার্যালয় পোড়ানো, শিবির কর্মী শামীম হোসেন হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এ তথ্য নিশ্চিত করে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম হাওলাদার জানান, দুপুরে তাকে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। news24bd.tv/TR
নিজ বাসা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা
ঝিনাইদহ প্রতিনিধি

জামিন নিতে এসে কারাগারে গেলেন যুবলীগ নেতাসহ ৩ জন
রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় জামিন নিতে এসে কারাগারে গেলেন ইউনিয়ন যুবলীগের সভাপতিসহ তিনজন। সোমবার (১০ মার্চ) সকালে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা। শুনানি শেষে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ জান্নাতুন লিলিফা আকতার তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তারা হলেন রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামের মৃত মোহাম্মদ আলী ফকিরের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. শাহিন ফকির শাফিন (৪৫), তার ছোটভাই মো. কামাল ফকির (৩৮) ও একই ইউনিয়নের বড় রঘুনাথপুর গ্রামের মো. হবি মোল্লার ছেলে মো. সেলিম মোল্লা (৪৫)। জানা গেছে, সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের...
সেই মিষ্টির চার দিনের রিমান্ড
অনলাইন ডেস্ক

টাঙ্গাইল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের বাড়ি ভাঙচুর ও দখলের অভিযোগের মামলায় মারইয়াম মুকাদ্দাস মিষ্টির (২৭) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম মাহবুব খান সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে মিষ্টির রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে মারইয়াম মুকাদ্দাস মিষ্টিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে টাঙ্গাইল সদর থানা পুলিশ। টাঙ্গাইলের আদালত পরিদর্শক লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মারইয়াম মুকাদ্দাস মিষ্টি বাসাইল উপজেলার জশিহাটী গ্রামের শাহ আলমাসের স্ত্রী। তবে তিনি টাঙ্গাইল শহরের পশ্চিম আকুরটাকুর পাড়ায় বাস করেন। রোববার রাতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের স্ত্রী রওশন আরা খান বাদী হয়ে মারইয়াম...
কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বসতবাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (১০ মার্চ) বিকেল ৩টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ। রোববার (৯ মার্চ) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেনবরগুনার আমতলী উপজেলার সেকান্দাখালী গ্রামের নসা হাওলাদারের ছেলে শাহাদাৎ হাওলাদার (২২) এবং কলাপাড়া উপজেলার পূর্ব টিয়াখালী গ্রামের হিরন মোল্লার ছেলে মাহফুজ মোল্লা (২১)। পুলিশ জানায়, গত ১২ ফেব্রুয়ারি গভীর রাতে কাফির পরিবারের সদস্যরা যখন ঘুমিয়ে ছিলেন, তখন পরিকল্পিতভাবে তাদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। ভাগ্যক্রমে, পরিবারের সদস্যরা দ্রুত ঘর থেকে বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় প্রাণে বেঁচে যান। ঘটনার পর নুরুজ্জামান কাফি থানায়...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর