ঢাকার বনানীতে সোমবার (১০ মার্চ) ভোরে গাড়িচাপায় এক নারী পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনায় সম্পৃক্ত ট্রাকের রেজিস্ট্রেশন সাময়িক স্থগিত করেছে পরিবহন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। সোমবার (১০ মার্চ) ঢাকা মেট্রো-২ সার্কেলের (ইকুরিয়া) উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. সানাউল হকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রো-ন-১৪-০৭৬২ নম্বরের মোটরযানটি ১০ মার্চ (সোমবার) ঢাকার বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় ভোর ছয়টার দিকে সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে একজন নারী পোশাক শ্রমিক নিহত ও একজন আহত হয়েছেন। এ অবস্থায় সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ এর বিধি ৪৬ অনুযায়ী ঢাকা মেট্রো-ন-১৪-০৭৬২ নম্বর মোটরযানের রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হলো। আরও বলা হয়, মোটরযানের মালিককে মোটরযানটির রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন,...
বনানীর ঘটনায় সেই গাড়ির নিবন্ধন স্থগিত
নিজস্ব প্রতিবেদক

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে রদবদল
নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার ১৬ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। গতকাল রোববার (৯ মার্চ) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়। পদায়নকৃত কর্মকর্তাগণের নামের তালিকা দেখতে ক্লিক করুন। news24bd.tv/SHS
ট্রাম্প আমলে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ অগ্রাধিকারে থাকবে: ড্যানিলোভিজ
নিজস্ব প্রতিবেদক

ট্রাম্পের শাসনামলে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ প্রায়োরিটি পাবে বলে জানিয়েছেন রাইট টু ফ্রিডমের এক্সিকিউটিভ ডিরেক্টর জন এফ ড্যানিলোভিজ। গত ১৭ বছরে এখানে ইনভেস্ট করতে বেশ ঝামেলা পোহাতে হয়েছে বলেও জানান তিনি। সোমবার (১০ মার্চ) বিকালে তেজগাঁওয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। গেল কয়েকবছরে আমেরিকা ও ইউরোপের বিনিয়োগ ব্যাপক কমেছে। যা আসলেই উদ্বেগজনক বলে মন্তব্য তার। এসময় ড্যানিলোভিজ জানান, তবে বাংলাদেশে আমেরিকার সঙ্গে ব্যাপক বাণিজ্য সম্ভাবনা রয়েছে। স্টারলিংকের পাশাপাশি ব্যাংক, বীমা ও সার্ভিসগুলোও বাংলাদেশে আসতে পারে বলে সভায় জানান বক্তারা। news24bd.tv/FA
নতুন বিশেষ সহকারী নিয়োগ দিলেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী হিসেবে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন ড. আনিসুজ্জামান চৌধুরী। জানা গেছে, তিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। আজ সোমবার (১০ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ড. আনিসুজ্জামান চৌধুরীকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রতিমন্ত্রী পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, Rules of Business, 1996-এর Rule 3B(iia) অনুযায়ী উপদেষ্টাকে সহায়তা প্রদানের জন্য ড. আনিসুজ্জামান চৌধুরীকে অর্থ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হলো। আরও বলা হয়, বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর