কৃষকের কাছ থেকে সরাসরি বোরো ধান সংগ্রহ

কৃষকের কাছ থেকে সরাসরি বোরো ধান সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার ফুলতলায় সরাসরি কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। গতকাল মঙ্গলবার দুপুরে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় কার্যক্রমের উদ্ধোধন করা হয়।  

এ সময় জেলা খাদ্য কর্মকর্তা মো. তানভীর রহমান উপস্থিত ছিলেন।  

জানা যায়, প্রথম দিনে প্রান্তিক কৃষকদের কাছ থেকে ৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়।

খুলনা জেলায় এবার সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা হবে ১ হাজার ৯১৩ মেট্রিক টন। প্রতি মণ ধানের দাম ১ হাজার ৪০ টাকা।  

একজন কৃষক সর্বনিন্ম ৩ বস্তা (১২০ কেজি) ও সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান বিক্রি করতে পারবে। পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় কৃষকের কাছ থেকে এভাবে বোরো ধান সংগ্রহ করবে উপজেলা খাদ্য বিভাগ।

জেলা খাদ্য কর্মকর্তা মো.তানভীর রহমান জানান, প্রান্তিক কৃষক যারা কৃষি কাজের সাথে জড়িত তাদের কৃষি কার্ড যাচাই বাছাই করে উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা সংগ্রহ কমিটির মাধ্যমে ধান সংগ্রহ করা হবে।  

তিনি বলেন, প্রতি কেজি ধানের দাম ২৬ টাকা। আর প্রতিকেজি চাল কেনা হবে ৩৬ টাকা দরে। অবশ্য চাল মিলারদের কাছ থেকে নেয়া হবে।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর