গ্যাসের স্বল্পচাপ সমস্যা নিরসনকল্পে গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য রাজধানী ঢাকার বেশ কিছু এলাকায় বৃহস্পতিবা (১৩ মার্চ) সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা সব শ্রেণির গ্রাহকের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (১২ মার্চ) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি লিমিটেড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রাজধানীর যে এলাকাগুলোয় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, সেগুলো হলো: রাজধানীর উত্তরখান, দক্ষিণখান, ফায়েদাবাদ এলাকা, আশকোনাসহ আশপাশের সব এলাকা (শীতলক্ষ্যা নদীর তীর পর্যন্ত)। এছাড়া এর আশপাশের এলাকাগুলোয় গ্যাসের চাপ কম থাকতে পারে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আশকোনা-গাওয়াইর এলাকায় গ্যাসের স্বল্প চাপ সমস্যা নিরসনকল্পে গ্যাস পাইপলাইন স্থানান্তর করা হবে। এ কারণে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস...
রাজধানীর যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না কাল
নিজস্ব প্রতিবেদক

ঢাকায় শুরু হলো ইউরোপের ৯ দেশের ভিসা প্রসেসিং

ঢাকায় শুরু হয়েছে ইউরোপের নয়টি দেশের শেনজেন ভিসা আবেদন প্রক্রিয়া। বাংলাদেশি নাগরিকরা এখন থেকে বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভেনিয়া ও সুইডেনের ভিসার জন্য সুইডেন দূতাবাসের মাধ্যমে আবেদন করতে পারবেন। ১০ মার্চ থেকে এ আবেদন শুরু হয়। এছাড়া পর্তুগাল, রোমানিয়া, বুলগেরিয়া ও ক্রোয়েশিয়া তাদের নিজস্ব ভিসা সেবা অফিস খুলেছে ঢাকায়। এই নতুন উদ্যোগটি ২০২৫ সালের শুরু থেকে কার্যকর হয়েছে এবং এটি বাংলাদেশের নাগরিকদের ইউরোপ ভ্রমণ, শিক্ষা ও কর্মসংস্থান সুবিধা সহজ করবে। বিশেষজ্ঞদের মতে, এই নতুন ভিসা আবেদন সুবিধা সময় ও খরচের সাশ্রয় ঘটাবে এবং ইউরোপে যাওয়ার প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও দ্রুততর করবে। ভিসা সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং প্রশ্নের জন্য ভিএফএস হেল্প ডেস্কে (+88) 09606 777 333 অথবা (+88) 09666 911 382 নম্বরে যোগাযোগ করা যাবে...
লাকীকে গ্রেপ্তার না করলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক

গণজাগরণ মঞ্চের সংগঠক লাকী আক্তারকে গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার রাতভর উত্তাল ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়। বিক্ষোভ মিছিল নিয়ে শতশত শিক্ষার্থী লাকীকে গ্রেপ্তার ও পুলিশের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে। মঙ্গলবার রাত একটার দিকে মিছিলটি হলপাড়া থেকে শাহবাগ প্রজন্ম চত্বরে অবস্থান নেয়। পরে আবারও তারা জড়ো হন রাজু ভাস্কর্যের সামনে। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন। এসময় বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, ২০১৩ সালে গণজাগরণ মঞ্চ তৈরি করে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করা হয়েছে। লাকি আক্তারসহ অন্যরা শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছে। দেশে আর শাহবাগ ফিরবে না বলেও মন্তব্য করেন তারা। অবিলম্বে যারা পুলিশের ওপর হামলা করেছে, তাদেরসহ লাকি আক্তারকে গ্রেপ্তার করতে হবে বলে দাবি তাদের। লাকীকে গ্রেপ্তার না করলে আবার রাজপথে নামার হুঁশিয়ারিও দেন তারা।...
বিএনপির বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে: কাদের গনি চৌধুরী
নিজস্ব প্রতিবেদক

ব্যক্তিগত লোভের কারণে যেন দল ও দেশ ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক কাদের গনি চৌধুরী। তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। আওয়ামী লীগ যেভাবে ষড়যন্ত্র করেছে, একইভাবে এখন সবচেয়ে বেশি ষড়যন্ত্র হচ্ছে বিএনপির বিরুদ্ধে। কারণ, বিএনপি দেশের সবচেয়ে জননন্দিত ও সবচেয়ে বড় দল। মঙ্গলবার (১১ মার্চ) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বিএনপির স্থানীয় নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। কাদের গনি চৌধুরী বলেন, ১৭ বছর লড়াই করে আমরা একটা সুন্দর সময়ে উপনীত হয়েছি। ভোটাধিকার আপাতত না থাকলেও অন্তত গুম-খুনের এখন আর ভয় নেই। এই দিক থেকে আমরা ভালো আছি। জুলাই বিপ্লবের ও তার আগে হাজার হাজার নেতাকর্মীর ত্যাগের বিনিময়ে এবং গুম-খুনের বিনিময়ে অর্জিত এই সুন্দর সময় যেন আমাদের ভুলের কারণে কিংবা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর