এই সুরার নাম নাহল। নাহল অর্থ মৌমাছি। মৌমাছির প্রসঙ্গ বর্ণিত হওয়ায় সুরার নাম নাহল রাখা হয়েছে। সুরা নাহলে ইসলামের মৌলিক মৌলিক বিশ্বাস বর্ণনা করা হয়েছে। এতে আল্লাহর একত্ববাদের দলিলস্বরূপ তারকা, পাহাড়, সাগর, পানি, ঘাস, প্রাণীজগৎ, উদ্ভিদ, সাগরের মাছ, নৌযান, বৃষ্টি, বাতাস, পাখি ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই সুরায় কোরআন পাঠের সময় আউজুবিল্লাহ পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সুরার শেষের দিকে বিভিন্ন প্রাণীর হালাল-হারামের প্রসঙ্গ বর্ণনা করা হয়েছে। এর এ বিষয়ে ইহুদিদের সীমালঙ্ঘন তুলে ধরা হয়েছে। ইহুদিদের প্রার্থনার দিন শনিবার সম্পর্কে বর্ণনা করা হয়েছে। ইবরাহিম (আ)-এর প্রশংসা করে এই সুরা সমাপ্ত করা হয়েছে। সুরায় ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে বলা হয়েছে এবং মুত্তাকিদের আল্লাহর সাহায্যের ওপর ভরসা করতে বলা হয়েছে। আদেশ-নিষেধ-হেদায়েত ১. গবাদি...
তারাবিতে কোরআনের বার্তা
সুরা নাহল

বিভিন্ন দেশে ধর্ষণের শাস্তি, ইসলামী আইনে যেমন
আতাউর রহমান খসরু

ধর্ষণ যে কোনো সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। জঘণ্য এই অপরাধ দমন করা না গেলে সমাজের শান্তি, শৃঙ্খলা ও স্থিতি মারাত্মকভাবে বিঘ্নিত হয়। বিশেষত নারীর জীবন দুর্বিষহ হয়ে ওঠে। ইসলামী আইনে ধর্ষণের শাস্তি অত্যন্ত কঠোর। ইসলামী আইনে ধর্ষণের শাস্তি অপরিহার্য। ধর্ষণ কাকে বলে ধর্ষণের আরবি প্রতিশব্দ ইগতিসাব। অর্থ ছিনিয়ে নেওয়া। যেহেতু ধর্ষক নারীর সম্ভ্রম লুঠ করে তাই ধর্ষণকে ইগতিসাব বলা হয়। পরিভাষায় ধর্ষণ বলা হয়, অনিচ্ছায়, জোরপূর্বক ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে যৌন চাহিদা পূরণ করা। ধর্ষকের জুলুমের মাত্রা অনুসারে ধর্ষণকে নানাভাবে চিহ্নিত করা যায়। ইসলামী আইনে ধর্ষণ একটি বহু মাত্রিক অপরাধ। যার মধ্যে কমপক্ষে তিনটি অপরাধ সংঘটিত হয়। তা হলো : ক. ব্যভিচার, খ. বলপ্রয়োগ ও ভীতি প্রদর্শন, সম্ভ্রম লুণ্ঠন। ইসলামী আইনে এই তিনটি বিষয়ই পৃথকভাবে শাস্তিযোগ্য অপরাধ। আর...
রমজানে তাহাজ্জুদ আদায়ের সুযোগ
মো. আবদুল মজিদ মোল্লা

রাসুলুল্লাহ (সা.)-এর নিকট সর্বাধিক প্রিয় আমল ছিল নামাজ। তিনি নামাজে প্রশান্তি খুঁজে পেতেন। নামাজের মাধ্যমে তিনি জীবনের যাবতীয় সংকটের সমাধান খুঁজতেন। রাসুলুল্লাহ (সা.) বলেন, নামাজকে আমার চোখের প্রশান্তি করা হয়েছে। (সুনানে নাসায়ি, হাদিস : ৩৯৫০) ফরজ নামাজের পর শেষ রাতের নামাজ তথা তাহাজ্জুদ ছিল মহানবী (সা.)-এর কাছে সবচেয়ে প্রিয়। তিনি বলেন, রমজানের রোজার পর সবচেয়ে উত্তম রোজা মুহাররমের। আর ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম হলো রাতের নামাজ। (সহিহ মুসলিম, হাদিস : ১১৬৩) রাসুলুল্লাহ (সা.) তাহাজ্জুদের নামাজে দাঁড়ালে আল্লাহর গভীর ধ্যানে নিমজ্জিত হতেন। এমনকি নিজের শরীরের প্রতিও কোনো ভ্রুক্ষেপ থাকত না। আয়েশা রা. বলেন, রাসুল সা. রাতে নামাজ আদায় করতেন; এমনকি তার পা ফুলে যেত। আমি তাকে বললাম, হে আল্লাহর রাসুল! আপনি এত কষ্ট করেন কেন? অথচ আল্লাহ আপনার পূর্বাপরের সব গুনাহ ড়্গমা করে...
টাকা ছাড়া পণ্য দিয়ে ফিতরা হবে?
অনলাইন ডেস্ক

পাঁচটি পণ্যের ওপর ভিত্তি করে ফিতরার পরিমাণ নির্ধারণ করা হয়। সেগুলোর কথা ইসলামের নবী হাদিসে উল্লেখ করেছেন। এগুলো হচ্ছে আটা, যব, কিশমিশ, খেজুর ও পনির। এসব পণ্যের যেকোনো একটি দ্বারা ফিতরা প্রদান করা যাবে। দেশের প্রতিটি বিভাগ থেকে এই পাঁচটি পণ্যের বাজারমূল্য সংগ্রহ করে ইসলামিক ফাউন্ডেশন। এরপর এসব মূল্যের ওপর ভিত্তি করে ফিতরা নির্ধারণ করা হয়। রমজানে এ বছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা ও সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে কমিটির সভায় ১৪৪৬ হিজরি সনের ফিতরার হার নির্ধারণ করা হয়। ফিতরা নির্ণয়ের কিছু নিয়ম নির্ধারিত আছে ইসলাম ধর্মে। একজন ব্যক্তি তার দুই হাতের তালু একত্রিত করে ধরার পর সেখানে যে পরিমাণ খাদ্য রাখা যাবে সেটি ফিতরা হিসেবে দিতে হবে। এই...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর