ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ইছানীল এলাকায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ১৩ যাত্রী আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৫টার দিকে ঝালকাঠি সদর উপজেলার ইছানীল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়ায় যাচ্ছিল সাকুরা পরিবহনের একটি বাস। ঝালকাঠি শহর অতিক্রম করার পর ইছানীল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসটিতে ২০ জনের মতো যাত্রী ছিল। এর মধ্যে, নারী-পুরুষসহ ১৩ যাত্রী আহত হন। দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। news24bd.tv/SHS
ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৩
ঝালকাঠি প্রতিনিধি

দেড় ঘণ্টার চেষ্টায় চট্টগ্রামে বস্তির আগুন নিয়ন্ত্রণে
অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর সিআরবির মালিপাড়া এলাকায় ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত ২০টি কাঁচা-পাকা ঘর। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৫টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। স্থানীয়রা জানান, অধিকাংশ ঘর ঘিঞ্জি ও কাঁচাপাকা হওয়ায় আগুন খুব দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই বাসিন্দারা প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করে। তবে আগুনের তীব্রতা এতটাই ছিল যে কিছু বোঝার আগেই ঘরবাড়ি পুড়ে যায়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এসে অভিযান শুরু করে এবং সকাল ৬টা ৩০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক জানান, আগুন কীভাবে লেগেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত...
নারায়ণগঞ্জে ‘মার্চ ফর ড. ইউনূস’ কর্মসূচি
অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে রাখার দাবিতে মার্চ ফর ড. ইউনূস শীর্ষক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সর্বস্তরের মানুষ। গতকাল সোমবার (১৪ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্বরে আয়োজিত এই মানববন্ধনে নেতৃত্ব দেন রাজধানীর দনিয়া কলেজের সাবেক শিক্ষার্থী আলিফ দেওয়ান। বক্তব্য রাখেন শিক্ষার্থী সিয়াম হোসেন, আল আমিন, সাব্বির ইসলাম ও রাসেল মিয়া প্রমুখ। বক্তারা বলেন, ড. ইউনূস দেশের মানুষের কল্যাণে কাজ করছেন। বর্তমান প্রেক্ষাপটে তার মতো নিরপেক্ষ নেতৃত্ব দেশের সংস্কার প্রক্রিয়ায় সহায়ক হতে পারে। আগামী দুই-তিন বছর যদি এই পরিস্থিতি স্থিতিশীল থাকে, তাহলে একটি ভালো নির্বাচন সম্ভব। জুলাই-আগস্টের আন্দোলনে নিহত ও আহতদের প্রতি সম্মান জানিয়ে বক্তারা বলেন, দুই হাজারের বেশি শহীদের বিচার এবং আহতদের চিকিৎসার...
ঘুরছিল নাগরদোলা, এ সময় ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা
অনলাইন ডেস্ক

বৈশাখী মেলায় ঘুরতে নিয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী লাকী বেগমকে (১৯) গলা কেটে হত্যা করেছে স্বামী সাকিব হোসেন (২৫)। সোমবার (১৪ এপ্রিল) রাত আটটার দিকে নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলার একলাশপুর ইউনিয়নের হাফেজ মহিন উদ্দিনের মাজারের ওরসের মেলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ সাকিব হোসেনকে আটক করেছে। পারিবারিক কলহের জেরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নাগরদোলায় তুলে গলা কেটে হত্যা করেছে বলে জানায় পুলিশ। নিহত লাকি বেগম বেগমগঞ্জ উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের কালাপুল এলাকার বেদেপল্লির মনছুর আলীর মেয়ে। আটক সাকিব হোসেন নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া বেদেপল্লির মঙ্গল মিয়ার ছেলে। নিহতের মা শেফালী বেগম বলেন, এক বছর আগে পারিবারিকভাবে জেলার সদর উপজেলার মান্নান নগরের বেদেপাড়ার মঙ্গলের ছেলে সাকিবের সঙ্গে লাকীর বিয়ে হয়। লাকী বর্তমানে পাঁচ মাসের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর