ছয় দফা দাবিতে আন্দোলনরত সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে ও শিক্ষা উপদেষ্টার আহ্বানে আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বৈঠকে বসছেন। বৈঠক থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত সারাদেশে রেল ব্লকেড কর্মসূচি শিথিল থাকবে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোর চারটার দিকে ভিডিও বার্তায় এ কথা জানান কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি মাসফিক ইসলাম ও জুবায়ের পাটোয়ারী। তবে কখন বৈঠক শুরু হবে তা জানাননি শিক্ষার্থীরা। ভিডিও বার্তায় মাসফিক ইসলাম বলেন, বৈঠকে ছয় দফাসহ অন্যান্য বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এ চূড়ান্ত সিদ্ধান্তের ওপর ভিত্তি করে সারাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে। বৈঠক চলাকালীন পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে কর্মসূচি স্থগিত থাকবে। জুবায়ের পাটোয়ারী বলেন, তৃতীয়...
প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে বৈঠকে বসছেন পলিটেকনিক শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক

রাণীশংকৈলে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, সড়ক অবরোধ ও থানা ঘেরাও
আব্দুল লতিফ লিটু, ঠাকুরগাঁও

রাণীশংকৈলে ছিনতাই মামলায় গ্রেপ্তার হওয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদককে ছাড়িয়ে নিতে সড়ক অবরোধ করে থানা ঘেরাও করে এলাকাবাসী। বুধবার (১৬ এপ্রিল) সকালে রাণীশংকৈল থানার মূল ফটকের সামনে হোসেনগাঁও ইউনিয়নের হাজারো জনতা আটক হওয়া ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতিকে ছাড়িয়ে নিতে সড়ক অবরোধ করে। এসময় পুলিশ প্রশাসন অবরোধ স্থলে উপস্থিত হয়ে জনতাকে শান্ত করার জন্য এলে তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সকাল ১১ টায় আটক চেয়ারম্যানকে ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরণ করা হয় বলে জানান রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরশেদুল হক। থানা সূত্রে জানা গেছে, রাণীশংকৈল উপজেলার ৩ নং হোসেনগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজ আলীর নগদ টাকা,...
ঢাকা পলিটেকনিকের নতুন অধ্যক্ষ সাহেলা পারভীন
অনলাইন ডেস্ক

চলমান আন্দোলনের চাপের মুখে ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খানকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। তার স্থানে নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন সাহেলা পারভীন। বুধবার (১৬ এপ্রিল) রাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান জানান, জনস্বার্থে জারিকৃত এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রেক্ষিতে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রণালয় এই পদক্ষেপ গ্রহণ করেছে। এর আগে বুধবার সারা দেশের পলিটেকনিক শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে দিনভর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরবর্তীতে তারা বৃহস্পতিবার রেলপথ অবরোধের হুঁশিয়ারি দিয়ে কর্মসূচি ঘোষণা করেন এবং রাতের...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটে পুনরায় পরীক্ষার তারিখ ঘোষণা
অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা (শুধু এমসিকিউ) পুনরায় আগামী ১৭ মে অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল ৩টা থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার (১৬ এপ্রিল) ঢাবির জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ইউনিটের বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় বসতে হবে না। এই দুই বিভাগের ভর্তিচ্ছুদের ফলাফল প্রকাশ আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় প্রকাশ করা হবে। উচ্চমাধ্যমিকে বিজ্ঞান ও কলা শাখার ব্যবসায় শিক্ষা ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ১৯ এপ্রিল পর্যন্ত তাদের বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম পূরণ করতে পারবেন। আরও পড়ুন রাতেই তেজগাঁও পলিটেকনিকের অধ্যক্ষকে বদলি ১৭...
সর্বশেষ
সর্বাধিক পঠিত