মাদারীপুরে মোবাইল ফোনে কথা বলার সময় ৫তলা ভবনের ছাদ থেকে পড়ে সিয়াম সরদার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় মাদারীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডে মিলন সিনেমা হল সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। সিয়াম সরদার ওই এলাকার ফারুক সরদারের ছেলে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সিয়াম সরদার ইফতারের পর তাদের নিজস্ব ভবনের ছাদে যান। এ সময় ফোনে কথা বলতে বলতে অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে যান। তাকে গুরুতর অবস্থায় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, প্রাথমিকভাবে জেনেছি সিয়াম সরদার ইফতারের পর ছাদে মুঠোফোনে কথা বলার সময় অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা...
ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
অনলাইন ডেস্ক

রাজশাহীতে কিডনি দিবস পালন

রাজশাহীতে নানা আয়োজনে কিডনি দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিভাগের আয়োজনে হাসপাতাল প্রাঙ্গণে র্যালি করা হয়। এসময় কিডনি বিভাগের চিকিৎসকরা বলেন, কিডনি রোগ প্রতিরোধে সচেতনতা তৈরি করতে হবে। নিরাপদ খাদ্য গ্রহণ, পরিমানমত পানি পান করতে হবে। কিডনি রোগের লক্ষণ দেখা মাত্র বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট পরামর্শ নিতে হবে। হাসপাতালের পরিচালক বলেন, কিডনি রোগের সেবার পরিধি বাড়াতে বিশেষায়িত কিডনি ইউনিট চালুর কাজ চলমান রয়েছে। news24bd.tv/TR
সমাজে মসজিদের ভূমিকা নিয়ে যা বললেন মাইজভান্ডারী
অনলাইন ডেস্ক

সামাজিক স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় মসজিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) চেয়ারম্যান হযরত শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভান্ডারী। তিনি বলেন, নামাজ মানুষকে অশ্লীলতা ও বেহায়াপনা থেকে মুক্ত রাখে। আর মসজিদ হল এই পবিত্র নামাজ আদায়ের উৎকৃষ্ট স্থান। তাই মসজিদের খেদমত ও পরিচর্যা করা সকল ধর্মপ্রাণ মুসলমানদের ঈমানী দায়িত্ব। বিএসপি চেয়ারম্যান বলেন, দেশের স্থিতিশীলতা, জননিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মসজিদের ইমাম খতিবদের অবদান কোনো অংশে কম নয়। বস্তুত সামাজিক স্থিতিশীলতা ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় মসজিদের ভূমিকা অনস্বীকার্য। ধর্মীয় উগ্রবাদ ছড়ায় এমন নামধারী ইমাম থেকে মসজিদগুলো কে মুক্ত রাখতে মসজিদ কমিটি ও...
উদ্ধার হলো শিশুর মরদেহ, দাদিকে আটক করায় এলাকায় চাঞ্চল্য
অনলাইন ডেস্ক

নড়াইলের লোহাগড়া উপজেলায় শাহাদাৎ মোল্যা নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ শিশুর দাদিকে আটক করায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় উপজেলার নোয়গ্রাম ইউনিয়নের চর শামুকখোলায় মরদেহটি উদ্ধার করা হয়। আরও পড়ুন দিনে চারবার হার্ট অ্যাটাক মাগুরার সেই শিশুর, জানা গেল সর্বশেষ অবস্থা ১৩ মার্চ, ২০২৫ নিহত শাহাদাৎ মোল্যা উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের চর-শামুকখোলা গ্রামের ইব্রাহিম মোল্যার ছেলে। এ ঘটনায় ওই শিশুর দাদি রাবেয়া বেগমকে (৬০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আরও পড়ুন পুতিনের কোর্টে বল পাঠালেন ট্রাম্প, এবার না মানলে বিধ্বংসী শাস্তির হুঁশিয়ারি ১৩ মার্চ, ২০২৫ এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মো.আশিকুর রহমান জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর