ধানের ন্যায্য মূল্যের দাবিতে কৃষকের অবস্থান

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে মাদারীপুর জেলা কৃষক সমিতি।

ধানের ন্যায্য মূল্যের দাবিতে কৃষকের অবস্থান

মাদারীপুর প্রতিনিধি

ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয় কেন্দ্র চালু ও কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে মাদারীপুর জেলা কৃষক সমিতি।

এ সময় বক্তরা বলেন, দেশের শতকরা ৮০ ভাগ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। কৃষকরা তাদের জীবনবাজি রেখে যে ধান চাষাবাদ করেছে তার ন্যায্য মূল্য দিয়ে সরকার যেন ধান ক্রয় করে। কিছু কিছু এলাকায় খাদ্য অফিসের দালালদের মাধ্যমে সস্তায় ধান ক্রয় করা হচ্ছে।

বর্তমানে ধানের যে দাম বাজারে আছে তাতে কৃষক ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাই দ্রুত ধানের দাম বৃদ্ধির আহবান জানান বক্তরা। এ সময় কৃষকরা বস্তায় ভরে ধান নিয়ে এসে প্রতিবাদ জানায়।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন- মাদারীপুর কৃষক সমিতির সভাপতি রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কুদ্দুস ফরাজী, সহসাধারণ সম্পাদক মৃধা আবুল কালাম, সরোয়ার হোসেন, মনিরুজ্জামান প্রমুখ।

(নিউজ টোয়েন্টিফোর/বেলাল/তৌহিদ)

সম্পর্কিত খবর