সালমান খানের বিপরীতে ম্যায়নে পেয়ার কিয়া সিনেমার সফল নায়িকা ভাগ্যশ্রী। বড় দুর্ঘটনার কবলে পড়েছেন এই অভিনেত্রী। বৃহস্পতিবার হঠাৎ ছড়িয়ে পড়ে তাঁর হাসপাতালের ছবি। দেখা যায়, চোখ বুজে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন তিনি। হাতে লাগানো নল। চিকিৎসক তাঁর কপালে ওষুধ লাগিয়ে দিচ্ছেন। এই ছবি দেখে চিন্তিত হয়ে পড়েন তাঁর অনুরাগীরা। ছবি দেখেই ভাগ্যশ্রীর আরোগ্য কামনা শুরু করে দেন তাঁরা। কিন্তু কীভাবে এমন অঘটন ঘটল? জানা যায়, পিকলবল খেলার সময় চোট পান ভাগ্যশ্রী। কপালে গভীর ক্ষত তৈরি হয়। ১৩ টি সেলাইও পড়েছে নায়িকার। অভিনেত্রীর আরও একটি ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে অভিনেত্রীর কপালে ব্যান্ডেজ বাঁধা। ভাগ্যশ্রীর ছবি দেখে আঁতকে উঠেছেন তাঁর অনুরাগীরা। একজন লিখেছেন, দ্রুত সেরে উঠুন দয়া করে। নিশ্চয়ই নজর লেগেছে বলে এই পরিণতি। ১৯৮৯ সালে সলমান খানের বিপরীতে অভিনয়...
হাসপাতালের বিছানায় ভাগ্যশ্রী! কী হয়েছে অভিনেত্রীর?
অনলাইন ডেস্ক

আশফাক নিপুনের ওয়েব সিরিজে জয়া আহসান
অনলাইন ডেস্ক

জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুনের ওয়েব সিরিজ জিম্মি-তে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী জয়া আহসানকে। ঈদুল ফিতরে জিম্মি আসছে সিরিজটি। বাংলাদেশের বিনোদন জগতে আশফাক নিপুনের নাম মানেই গল্পের গভীরতা, অসাধারণ চরিত্র নির্মাণ ও দুর্দান্ত চিত্রনাট্য। অন্যদিকে, জয়া আহসান বহু বছর ধরে নাটক-সিনেমার মাধ্যমে নিজেকে প্রমাণ করেছেন দেশ-বিদেশের দর্শকদের কাছে। জিম্মি সিরিজের কোন বিষয়টি অভিনয়ের জন্য জয়া আহসানকে টেনেছে- এমন প্রশ্নে জয়া বলেন, আমি নতুন কোনো কাজ করার আগে তিনটা বিষয় সবসময় খেয়াল করি। সেটা হলো গল্প, চরিত্র ও পরিচালক। জিম্মি-র ক্ষেত্রে এগুলো সব মন মতো মিলে গিয়েছিল। সেই সাথে আমার ওয়েব সিরিজের শুরুটা করছি হইচই-এর সাথে। মুক্তি পাবে ঈদে, সব মিলিয়ে আমার জন্য বিষয়টা বেশ রোমাঞ্চের। মহানগর, সাবরিনার পর অসাধারণ নির্মাণের কারিশমা দিয়ে দর্শকদের জিম্মি করতে আবার...
ইলন মাস্কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ অভিনেত্রীর
অনলাইন ডেস্ক

ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন মার্কিন অভিনেত্রী আইয়ো এডেবরি। তার অভিযোগ, ভুয়ো খবর ছড়াচ্ছেন ইলন মাস্ক। সরাসরি মাস্ককে মূর্খ ফ্যাসিস্ট বলে দাবি করেন এই অভিনেত্রী। আইয়ো নিজেও মাস্কের এক্স-বার্তা ভাগ করে নিয়ে লেখেন, আইয়ো লেখেন, এই লোকটির জন্য আমি প্রাণনাশের হুমকি পেয়েছি, বর্ণবিদ্বেষী মন্তব্য শুনেছি। একটি ছবির ভুয়ো খবরের জন্য, যে ছবির কথা আমি শুনিনি পর্যন্ত। আমার কোনও সন্দেহ নেই এই মানুষটি ফ্যাসিস্ট, মূর্খ। অভিনেত্রীর দাবি, এক্স হ্যান্ডলে ভুয়ো তথ্য ছড়িয়ে তাঁর জীবনে বড় বিপর্যয় ডেকে এনেছেন এক্স-এর মালিক মাস্ক। এমনকি, তাঁকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। জানা গেছে, এক্স হ্যান্ডলে এক দক্ষিণপন্থী সংগঠনের তরফে অসমর্থিত সূত্রের খবর ভাগ করে নেওয়া হয়। সেখানে দাবি করা হয়, পাইরেটস অফ দি ক্যারিবিয়ান ফ্র্যাঞ্চাইজিতে নতুন করে...
ভালোবাসায় ভাঙন ধরার কারণ জানালেন ক্যাটরিনা
অনলাইন ডেস্ক

একসঙ্গে পথ হাঁটার ভাবনা নিয়েই শুরু হয় প্রেমের সম্পর্কগুলো। ভালোবাসায় রঙিন হয় দুটি মন। কিন্তু কখনো কখনো প্রেমের সেই রঙ ফিকে হয়েও আসে। আলাদা হয় দুটি পথ। যে মানুষটি জীবনের অভ্যাস, সেই অভ্যাস পেছনে ফেলে একরাশ বিরহ নিয়ে এগিয়ে যেতে হয় সামনে। কিন্ত কেন এমন হয়? তার একটি ব্যাখ্যা দিয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ভিকি কৌশলকে বিয়ে করে সংসারী হয়েছেন ক্যাটরিনা। এর আগে বলিউডের অনেকের সঙ্গে নাম জড়িয়েছে ক্যাটের। সালমান খান থেকে রণবীর কাপুর, ক্যাটের প্রেমজীবন নিয়ে রঙিন চর্চা কম হয়নি। যদিও জীবনের সফরসঙ্গী হিসাবে ভিকির হাত-ই ধরেছেন। তবে জীবনে যতবার প্রেম এসেছে এবং বিচ্ছেদ হয়েছে, প্রতিটি সম্পর্ক থেকেই শিক্ষা নিয়েছেন ক্যাটরিনা। নায়িকার মতে সম্পর্ক ভেঙে যাওয়ার একটি কারণ হলো উল্টোদিকের মানুষটির প্রতি মাত্রাতিরিক্ত নির্ভরশীলতা। ক্যাটরিনা বলেন, হতেই তো...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর