যশোর সদর উপজেলার ঘোড়াগাছা গ্রামে আফিল মুরগির ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে ৪৪ হাজার মুরগি। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে লাগা এ আগুনে প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে কর্তৃপক্ষের দাবি। ফার্মটির কর্মীরা জানান, দুপুর পৌনে ২টার দিকে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাতাসের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুন দেখেই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বিকেল ৪টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আফিল গ্রুপের মানব সম্পদ বিভাগের ম্যানেজার আসাদুল হক জানান, অগ্নিকাণ্ডে ফার্মটির একটি সম্পূর্ণ শেড পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৪৪ হাজার মুরগি আগুনে পুড়ে গেছে। এছাড়া শেডের ভেতরে থাকা সব বৈদ্যুতিক সরঞ্জাম এবং মুরগি প্রসেসিং-এর স্বয়ংক্রিয় মেশিনও...
৪৪ হাজার মুরগি পুড়ে ছাই!
অনলাইন ডেস্ক

কক্সবাজার-মহেশখালী নৌপথে প্রথমবারের মতো সি-ট্রাক চলাচল শুরু
অনলাইন ডেস্ক

কক্সবাজার শহরের ছয় নম্বর জেটিঘাট থেকে মহেশখালী নৌপথে পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো সি-ট্রাক (ফেরি) চলাচল শুরু হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে এই সেবা উদ্বোধন করা হয়। এতে করে দ্বীপ উপজেলা মহেশখালীর মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো। সরকারের উদ্যোগে চালু হওয়া এ সি-ট্রাক একসঙ্গে ২০০-২৫০ জন যাত্রী পরিবহন করতে সক্ষম। প্রায় ১০ কিলোমিটার সমুদ্রপথে চলাচলকারী এই ফেরি দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তি দূর করবে বলে স্থানীয় বাসিন্দারা আশাবাদ ব্যক্ত করেছেন। একইসঙ্গে পন্টুন স্থাপন করায় যাত্রীদের ওঠানামার সুবিধাও নিশ্চিত হয়েছে। বিআইডব্লিউটিএ পরিচালক একেএম আরিফ উদ্দিন বলেন, মহেশখালীবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার এই রুটে সি-ট্রাক সার্ভিস চালু করেছে। পরীক্ষামূলক চলাচলের পর খুব শিগগিরই এটি আনুষ্ঠানিকভাবে...
আগে সংস্কার পরে নির্বাচনের দাবিতে নারায়ণগঞ্জে ‘মার্চ ফর ড. ইউনূস’ কর্মসূচি
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে আগে সংস্কার তারপর নির্বাচনের দাবিতে মার্চ ফর ড. ইউনূস কর্মসূচি পালিত হয়েছে। তারা প্রথমে শহরের চাষাঢ়া এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শেষ করে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করেন। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে একদল শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশে বক্তারা বলেন- নির্দিষ্ট একটি দল নির্বাচন নির্বাচন করে মুখে ফেনা তুলে ফেলেছে। কিন্তু আমাদের রক্তের দাগ এখনও শুকায়নি। আমরা এখনও হত্যার বিচার চাইনি। আপনারা আমাদের রক্তের সাথে বেঈমানি করবে না। শুধু নির্বাচনের জন্য আমরা রক্ত দিইনি। দেশের ভবিষ্যত বদলানোর জন্য আমরা রক্ত দিয়েছি। আমরা চাচ্ছি আগে এই দেশে খুনী হাসিনার বিচার হবে এবং প্রয়োজনী সংস্কার করতে হবে। আমাদের শিক্ষাখাত প্রায়...
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সদস্য ঢাকায় গ্রেপ্তার
পিরোজপুর প্রতিনিধি

নিষিদ্ধ ঘোষিত পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ছাত্রলীগের সাবেক সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. নিয়াজ মোর্শেদ তালুকদার ঢাকায় ডিবির অভিযানে গ্রেপ্তার হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. ইয়াসিন আলম। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে তিনটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর মিরপুরের একটি ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। তিনি ৫ই আগস্ট পরবর্তী সময় থেকে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. নিয়াজ মোর্শেদ তালুকদার নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সুটিয়াকাটি গ্রামের মো. বাদল তালুকদারের ছেলে। পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. ইয়াসিন আলম বলেন, গোপন তথ্যের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর