মোদীর জয়ে যা বললেন ট্রাম্প

নরেন্দ্র মোদী-ডোনাল্ড ট্রাম্প

মোদীর জয়ে যা বললেন ট্রাম্প

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ফের ভারতের প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী। এজন্য টুইটারে নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয়ে অভিনন্দন। মোদী ক্ষমতায় ফিরে আসায় ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যত্ আরও সুদৃঢ় হলো।

সেদিকেই তাকিয়ে রইলাম।

ভারতীয় গণমাধ্যম জি-নিউজ জানায়, ২০১৪ সালে প্রথমবার কেন্দ্রে সংখ্যাগরিষ্ঠ দল হয়েছিল বিজেপি। এনডিএ ৩০০-র গন্ডি টপকেছিল। প্রধানমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদী।

এরপর পাঁচ বছরে একাধিক দেশে সফর করতে দেখা গেছে নরেন্দ্র মোদীকে।

মোদী বারবার দাবি করেছেন, ভারতের সঙ্গে অন্য দেশের সম্পর্ক মজবুত করতে এই সফর জরুরি ছিল। যদিও মোদীর বিদেশ যাত্রা নিয়ে কটাক্ষ করত বিরোধীরা।

বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর দেখা গেল গতবারের চেয়েও ভালো করেছে বিজেপি ও এনডিএ।

এই পরিস্থিতিতে রাশিয়া, ফ্রান্স, ইসরাইল, সৌদি আরব-সহ বহু দেশ থেকে শুভেচ্ছাবার্তা পেয়েছেন মোদী।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর