'সরকার কী কারাগারেই খালেদা জিয়াকে মেরে ফেলতে চায়'

ছবি সংগৃহীত

'সরকার কী কারাগারেই খালেদা জিয়াকে মেরে ফেলতে চায়'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার কী খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় কারাগারেই মেরে ফেলতে চাচ্ছে? তার শারিরীক অবস্থার আরও অবনতি হয়েছে, এখন দুই হাতই নাড়াতে পারছেন না।

আজ শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব খারাপ। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এ কারণে আমরা তার আশু মুক্তির দাবি করছি।

তিনি বলেন, খালেদা জিয়াকে যেভাবে বিনা চিকিৎসায় রাখা হয়েছে, তাতে বিএনপি শঙ্কিত। অবিলম্বে বিএনপি চেয়ারপারসনের মুক্তি ও সুচিকিৎসার দাবি জানাচ্ছি। অন্যাথ্যায় খালেদা জিয়ার কোনো ক্ষতি হলে তার সব দায়ি-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ সিনিয়নর নেতারা।

গত ১৫ মে চিকিৎসার জন্য সস্ত্রীক ব্যাংককে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। সেখানে বামরুনগ্রাদ হাসপাতালে একজন হৃদরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসা নেন তিনি। চিকিৎসা নিয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে ফেরার পর আজই প্রথম গণমাধ্যমের মুখোমুখি হলেন তিনি।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর