কিশোরগঞ্জ মহাসড়কে বাস-সিএনজি সংঘর্ষে দুইজন নিহত

কিশোরগঞ্জ মহাসড়কে বাস-সিএনজি সংঘর্ষে দুইজন নিহত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ মহাসড়কের থানারঘাট এলাকায় সিএনজি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। তাদের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দুপুরে ঘটা এ দুর্ঘটনার প্রতিবাদে ওই মহাসড়কে অবরোধ করে রাখে সাধারণ মানুষ।

 

নিহতরা হলেন ময়মনসিংহ নান্দাইলের কাদিরপুর এলাকার আব্দুল আজিজের ছেলে সোহেল (৩০) ও গাজীপুরের কাপাসিয়ার বলধা এলাকার হেমেন্দ্র ছেলে সুশান্ত (২৮)।

জানা যায়, গাজীপুরের কাপাসিয়া বলধা এলাকা থেকে ৫ জন মিলে সিএনজিযোগে কিশোরগঞ্জের পাকুন্দিয়া এলাকায় একটি পুকুরে মাছ শিকারের জন্য রওনা হয়। ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জে মহাসড়কের থানারঘাট এলাকায় বিপরীত দিক থেকে আসা অনন্যা পরিবহনের একটি যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষ হয়।  

এ সময় ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়।

আহতদের চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে যাওয়ার পথে সুশান্তর মৃত্যু হয়।  

এর প্রতিবাদে ওই মহাসড়কে আশপাশের সাধারণ মানুষ সকল যানবাহন বন্ধ করে বিক্ষোভ করেন। পরে প্রশাসনের সহযোগিতায় বিক্ষোভ তুলে নেন এলাকাবাসী।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর