রাজশাহী রেলস্টেশনে ‘বাংলাবান্ধা’ ট্রেনের ধাক্কায় পদ্মা ট্রেনের ২টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে করে একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। আজ শনিবার দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী রেলওয়ের স্টেশন মাস্টার আব্দুল মালেক।
তিনি জানান, ‘পদ্মা এক্সপ্রেস’ ট্রেনটি ঢাকা থেকে রাজশাহী রেলস্টেশনে পৌঁছে যাত্রী নামিয়ে ওয়াশের জন্য মেইন রেললাইন দিয়ে যাচ্ছিল। এ সময় একই লাইনে পঞ্চগড় থেকে রাজশাহীগামী ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ ঢুকলে ওই ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ‘পদ্মা এক্সপ্রেস’ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
তবে অন্যান্য লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন কাজ শুরু করেছে। মেরামতের কাজ শেষ হলে ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান ওই স্টেশন মাস্টার।
news24bd.tv/TR