২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১০ এপ্রিল থেকে। এবারের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে প্রায় এক লাখ। গতবার ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী ছিলেন। রোববার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির এ তথ্য তুলে ধরে আন্তঃশিক্ষা বোর্ড। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন, ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২ হাজার ২৯১টি, প্রতিষ্ঠান সংখ্যা ১৮ হাজার ৮৪টি। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩...
এসএসসি পরীক্ষা শুরু ১০ এপ্রিল, অংশ নেবে ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম শুরু ২০৩১ সালের পর
অনলাইন ডেস্ক

সাত কলেজের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম শুরু হওয়া নিয়ে নতুন তথ্য জানিয়ছেন ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক মো. জামাল উদ্দীন। রোববার (১৬ মার্চ) দুপুরে তিনি বলেন, মাত্রতো নাম ঠিক হলো। এখন আইন নিয়ে কাজ করতে হবে। এরপর সংসদে এ আইন পাস করে তবেই বিশ্ববিদ্যালয় গঠন প্রক্রিয়া শুরু হবে। পুরো শিক্ষা কার্যক্রম শুরু করতে ২০৩১ সাল পর্যন্ত সময় লাগতে পারে। জামাল উদ্দীন বলেন, ইউজিসি চেয়ারম্যান আজ সকালে ৭ কলেজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নাম ঘোষণা করেছেন। এ নাম চূড়ান্ত। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কার্যক্রম শুরুর আগে সাত কলেজের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা নিয়ে তিনি বলেন, চলতি বছরও ঢাবির অধীনে অনার্সে ভর্তি করা হবে। ঢাবি নতুন একটি প্রশাসনিক আইনের মাধ্যমেই সাত কলেজের...
দাখিলের নতুন রুটিন, বদলে গেল আরবি প্রথম পত্রের পরীক্ষার তারিখ
অনলাইন ডেস্ক

২০২৫ সালের দাখিল পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ১০ এপ্রিল থেকে এ পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবে ১৩ মে। তবে ১৩ এপ্রিলের আরবি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ মে। ব্যবহারিক পরীক্ষা যথারীতি আগের সময় অনুযায়ী, ১৪ থেকে ১৮ মে অনুষ্ঠিত হবে। আজ রোববার (১৬ মার্চ) মাদ্রাসা শিক্ষা বোর্ড এ নতুন সময়সূচি প্রকাশ করে। শিক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশাবলি ১. পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। ২. প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। ৩. প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। ৪. পরীক্ষার্থীদের তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠানপ্রধানের নিকট হতে পরীক্ষা...
সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সরকারি সাত কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত হয়েছে। আজ রবিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক বৈঠকে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম হিসেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সিদ্ধান্ত নেওয়া হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে। বৈঠকে শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিল। নামকরণ নিয়ে অবশ্য শিক্ষার্থীদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। প্রতিনিধি দলের ১৭ জন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সির নামকে সমর্থন করেন, অন্যরা চেয়েছিলেন ফেডারেল ইউনিভার্সিটি নামটি। কারণ, তাদের মতে, একসময় ঢাকা কলেজের নাম ছিল ঢাকা সেন্ট্রাল কলেজ, যা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তবে আলোচনার পর ইউজিসির তত্ত্বাবধানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামটিই চূড়ান্ত করা হয়। গত ১৩ মার্চ ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক মো....
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর