প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছেই হেরে গেল ভারত

ছবি সংগৃহীত

প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছেই হেরে গেল ভারত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নিজেদের অন্যতম ফেবারিট দাবি করা ভারতীয় দলটি প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছেই হেরে গেল। ইংল্যান্ড বিশ্বকাপ নিয়ে সাবেক তারকা ক্রিকেটারদের অনেকেই ভবিষ্যতদ্বানী করেছেন ভরতের পক্ষে।

কিংবদন্তিদের সেমিফাইনাল লিস্টে নাম নেই নিউজিল্যান্ডের। অথচ সেই নিউজিল্যান্ডের কাছে হেরে গেল এবারের বিশ্বকাপ ট্রফি জয়ের অন্যতম দাবিদার ভারত।

শনিবার ইংল্যান্ডের কিংসটনে বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয় নিউজিল্যান্ড-ভারত। টস জিতে ব্যাটিংয়ে নেমে ট্রেন্ট বোল্টের গতির মুখে পড়ে ৩৯.২ ওভারে ১৭৯ রানে অলআউট ভারত।

টার্গেট তাড়া করতে নেমে ৭৭ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় নিউজিল্যান্ড। দলের জয়ে জোড়া ফিফটি করেন অধিনায়ক কেন উইলিয়ামসন ও রস টেইলর।

ভারতের বিপক্ষে ১৮০ রানের মামুলি স্কোর তাড়া করতে শুরুতেই বিপর্যয়ে পড়ে যায় নিউজিল্যান্ড। স্কোর বোর্ডে ৩৭ রান তুলতেই দুই ওপেনার কলিন মুনরো ও মার্টিন গাপটিলের উইকেট হারায় ব্লাক ক্যাপসরা।

তৃতীয় উইকেটে দলের হাল ধরেন অধিনায়ক কেন উইলিয়ামসন ও রস টেইলর। এই জুটিতে তরা যৌথভাবে ফিফটি গড়ার পাশাপশি করেন ১১৪ রান।

এর আগে বোল্টের বোলিং তোপে ১৭৯ রানে অলআউট হয়েছে কোহলির নেতৃত্বাধীন ভারত। নিউজিল্যান্ডের এই গতিময় পেসারের বোলিং তাণ্ডব দুইবারের বিশ্বকাপজয়ীরা।

১১৫ রানে ৮ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়া ভারতকে টেনে হেচড়ে ১৭৯ রানে নিয়ে যান রবিন্দ্র জাদেজা। দলের হয়ে সর্বোচ্চ ৫০ বলে ৫৪ রান করেন ভারতীয় এ অলরাউন্ডার।

২৪ রানে প্রথম সারির ৩ উইকেট হারিয়ে এক ঘরে হয়ে যায়া ভারত। দলের ইনিংস মেরামত করার আগেই ফেরেন অধিনায়কও।

নিউজিল্যান্ডের পেসার কলিন ডি গ্রান্ডহোমের গতির বলে স্ট্যাম্প উড়ে যায় বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির। ভারতীয় অধিনায়ক বোল্ড হওয়ার আগে ২৪ বলে মাত্র ১০ রান করার সুযোগ পান তিনি।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর