প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিতে গণমাধ্যমকর্মীদের কাছে আবশ্যকীয় তথ্যসমূহ তুলে ধরা হয়েছে। আজ সোমবার (১৭ মার্চ) রাজধানীর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে নিরাপদ খাদ্য নিশ্চিতে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরা হয়। আলোচনায় নির্ধারিত খাদ্য দ্রব্যে ভেজাল, দূষক বা দূষণকারী জীবাণু, সার, কীটনাশক বা ভারী ধাতু, প্রক্রিয়াকরণ সহায়ক, খাদ্য সংযোজন বা সংরক্ষণ দ্রব্য, মাইকোটক্সিন, এন্টিবায়োটিক, ইত্যাদি ওঠে আসে। এছাড়া নিরাপদ খাদ্যের প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের জন্য আবশ্যকীয় তথ্যসমূহ আলোচনায় তোলে ধরা হয়। অংশগ্রহণকারীরাও তাদের অভিজ্ঞতা ব্যক্ত করেন। এতে অংশ নেন দেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী, খাদ্য অধিদপ্তর ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের কর্মকর্তাসহ...
নিরাপদ খাদ্য নিশ্চিতে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা
নিজস্ব প্রতিবেদক

দেড় ঘণ্টা পর মেট্রোরেলে টিকিট ব্যবস্থা চালু
অনলাইন ডেস্ক
কর্তৃপক্ষের আশ্বাসে প্রায় দেড় ঘণ্টা পর মেট্রোরেলে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন কর্মীরা। এতে পুনরায় চালু হয়েছে টিকিট ব্যবস্থাও। এর আগে প্রায় দেড় ঘণ্টা টিকিট ছাড়া ভ্রমণ করেছিলেন যাত্রীরা। আজ সোমবার (১৭ মার্চ) সকাল ৯টার দিকে তারা স্বাভাবিক কাজে ফিরেন। যদিও টিকিট কাউন্টার চালু করে আবারও কাউন্টার থেকে টিকিট দেয়া বন্ধ রেখেছেন আগারগাঁও স্টেশনের মেট্রোরেল কর্মীরা। যাত্রীরা ডিজিটাল টিকিট বিক্রয় মেশিন থেকে টিকিট সংগ্রহ করে মেট্রোতে চলাচল করছেন। উল্লেখ্য, এমআরটি পুলিশ সদস্য কর্তৃক ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) চারজন সহকর্মী মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনায় কর্মবিরতির ঘোষণা করে মেট্রোরেল কর্মীরা। সকাল থেকে মেট্রোরেল চলাচল বন্ধ থাকার কথা থাকলেও যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে রেল চালু রাখার সিদ্ধান্ত...
ফ্রিতে মেট্রোরেলে যাচ্ছেন যাত্রীরা
অনলাইন ডেস্ক

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) চারজন কর্মীকে এমআরটি পুলিশের কয়েকজন সদস্য লাঞ্ছিতের ঘটনায় কর্মবিরতি পালন করছেন মেট্রোরেল কর্মীরা। ফলে আজ সোমবার (১৭ মার্চ) সকাল থেকে মেট্রোরেল চলাচল বন্ধের আশঙ্কা ছিল। তবে পূর্ব নির্ধারিত সময়ে মেট্রোরেল চলছে। যদিও কাজে যোগ দেননি মেট্রোরেল কর্মীরা। এ দিকে মেট্রোরেল কর্মীরা কাজে যোগ না দেওয়ায় মেট্রোরেলের একক যাত্রার টিকিট বিক্রি বন্ধ রয়েছে। এই সুযোগে একক যাত্রার যাত্রীরা বিনা টিকিটে মেট্রোরেলে যাতায়াতের সুযোগ পাচ্ছেন। আর যাদের এমআরটি কার্ড আছে তারা কার্ড পাঞ্চ করে ঢুকতে পারছেন। মেট্রোরেল সূত্র জানায়, এমআরটি পুলিশের কয়েকজন সদস্য ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) চারজন কর্মীকে লাঞ্ছিতের ঘটনায় রোববার (১৬ মার্চ) মধ্যরাত থেকে কর্মবিরতি দেওয়া হয়। ফলে আজ সকাল থেকে...
আচমকা যাত্রী নিয়ে সড়ক বিভাজকের উপর বেপরোয়া বাস
অনলাইন ডেস্ক

রাজধানীর কাকরাইলে ভিক্টর ক্লাসিক পরিবহনের বেপরোয়া গতির এক যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে (আইল্যান্ড) ধাক্কা খেয়েছে। এতে দুইজন আহত হন। আহতদের মধ্যে এক রিকশাচালক রয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল রোববার (১৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে কর্ণফুলী গার্ডেন সিটির সামনের রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেন, গুলিস্তানগামী ভিক্টর ক্লাসিকের বাসটি মগবাজার-মৌচাক ফ্লাইওভার থেকে দ্রুতগতিতে নামছিল। এ সময় গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারান। সোলেমান নামে এক অটোরিকশাচালক বলেন, মৌচাক-মালিবাগ ফ্লাইওভার থেকে এত বেপরোয়া গতিতে গাড়িটি নামছিল যে তখন আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে শান্তিনগর বাজার পার হয়ে সড়কের মাঝের আইল্যান্ডের সঙ্গে বাসটি ধাক্কা খায়। তখন ইঞ্জিন বন্ধ হয়ে গাড়িটি থেমে যায়। তার আগে একটি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর