ইরানি ইঞ্জিনিয়ার আমেরিকায় হস্তান্তর

ইরান ও ফ্রান্সের পতাকা

ইরানি ইঞ্জিনিয়ার আমেরিকায় হস্তান্তর

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইরানের একজন ইঞ্জিনিয়ারকে আমেরিকার হাতে তুলে দিয়েছে ফ্রান্সের একটি আদালত। সামরিক খাতে ব্যবহারের জন্য ওই ইঞ্জিনিয়ার আমেরিকা থেকে প্রযুক্তি আমদানি করেছিলেন বলে ফরাসি আদালত অভিযোগ এনে তার বিচার সম্পন্ন করেছে।

এদিকে এ রায়কে রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত বলে তা প্রত্যাখ্যান করেছে ইরান।

গতকাল ফ্রান্সের এইক্স-এন-প্রোভেন্সের আদালত ইরানি বিজ্ঞানী জালাল রুহুল্লাহনেজাদকে আমেরিকার হাতে তুলে দেওয়ার রায় দেয়।

 

ফ্রান্সের পদক্ষেপের কারণে আমেরিকা রুহুল্লাহনেজাদের বিরুদ্ধে অবৈধভাবে প্রযুক্তি আমদানির জন্য বিচার কাজ শুরু করতে পারবে।

গত ২ ফেব্রুয়ারি তেহরান থেকে নাইস এয়ারপোর্টে নামার থেকে পরপরই রুহুল্লাহনেজাদকে আটক করা হয়।

আমেরিকার কর্মকর্তারা দাবি করছেন, ইরানি এ ইঞ্জিনিয়ার উচ্চ-শক্তির মাইক্রোওয়েভ আমদানির চেষ্টা করে থাকতে পারেন যা পরে ইরান সামরিক উদ্দেশ্যে ব্যবহার করত। তবে বাস্তবতা হলো- এ ধরনের প্রযুক্তি ড্রোন শণাক্ত করার কাজে ব্যবহার করা হয়।

তবে এ প্রযুক্তির কোনো সামরিক ব্যবহার নেই।

(নিউজ টোয়েন্টেফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর