ধান ন্যায্য মূল্যসহ বিভিন্ন দাবিতে যশোরে বিক্ষোভ

ধান ন্যায্য মূল্যসহ বিভিন্ন দাবিতে যশোরে বিক্ষোভ

যশোর প্রতিনিধি

ধানের ন্যায্য মূল্যেসহ বিভিন্ন দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ কৃষক খেত মজুর সমিতির নেতৃবৃন্দ।  

আজ রোববার সকালে শহরের নিরালা পট্রি থেকে মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
   
সংক্ষিপ্ত সমাবেশে বক্তরা বলেন, এ দেশের কৃষকেরা হাড়ভাঙ্গা পরিশ্রম করে কিন্তু দিন শেষে তাদেরই উৎপাদিত ফসলে লাভবান হচ্ছে কিছু মধ্যসত্ত্বভোগী আর ব্যবসায়ীরা।

কৃষকদের জিম্মি করে কিছু অসাধু ব্যবসায়ী রাতারাতী অঢেল টাকার মালিক হয়েছে। এ রকম নজির অসংখ্য। কিন্তু কৃষকদের নিয়ে ভাবার লোকের আজ বড়ই অভাব। এদেশে কৃষকদের কোন সংগঠন নেই।

তারা পারে না সরকারে কাছে তাদের দাবি-দাওয়া তুলে ধরতে।  

স্মারকলিপিতে কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য প্রদান, কৃষি উপকরণের দাম কমানো, মধ্যসত্ত্বভোগীদের দৌরত্ব হ্রাস করা, কৃষকদের সহজশর্তে ঋণ প্রদান ও কৃষকদের মাঝে ভাতা প্রদানের ব্যবস্থা করণের দাবি করা হয়।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর