ধর্ষণ আইন সংস্কার জোটের আয়োজনে ধর্ষণ ও নির্যাতন আইনগত সুরক্ষায় করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজধানীর প্রেসক্লাবে আয়োজনটি অনুষ্ঠিত হয়। আয়োজনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি, নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য, সুপ্রিম কোর্টের আইনজীবী এবং নারী অধিকার কর্মীরা। ধর্ষণের মামলার যথাযথ নিষ্পত্তির জন্য পুলিশ, প্রশাসন এবং আইনজীবীদের সমন্বয় এবং শাস্তির নির্দেশনার সুপারিশ করেন তারা। আরও পড়ুন বিলম্বে কমলাপুর ছাড়ছে ট্রেন ১৯ মার্চ, ২০২৫ ধর্ষণের মামলায় প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে নিরপেক্ষ বিচার পরিচালনার উপরে জোর দিয়ে বক্তারা বলেন- বিচারক স্বাধীনভাবে কাজ করতে পারলে আইনের মৌলিক ধারাগুলো ব্যবহারের মাধ্যমেও সুষ্ঠুভাবে বিচার করা যায়। news24bd.tv/কেএইচআর...
ধর্ষণ ও নির্যাতনে আইনগত সুরক্ষা নিয়ে বিশেষ আয়োজন
প্রেস বিজ্ঞপ্তি

আইএফআইসি ব্যাংকের ডিএমডি মঈন উদ্দিনসহ ৪ জনকে দুদকে জিজ্ঞাসাবাদ
নিজস্ব প্রতিবেদক

ঋণের নামে আইএফআইসি ব্যাংক থেকে সালমান এফ রহমানের বিরুদ্ধে ২ হাজার ৩৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির ডিএমডি শাহ মো. মঈন উদ্দিনসহ ৪ জনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক। বুধবার (১৯ মার্চ) দুদকের উপ-পরিচালক ইয়াছির আরাফাতের নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করে। আইএফআইসি ব্যাংকের ওই চার কর্মকর্তার হলেন ডিএমডি শাহ্ মো. মঈন উদ্দিন, ইকবাল পারভেজ চৌধুরী, কর্পোরেট ম্যানেজার ওয়াসীম আলী ও রিলেশনশিপ ম্যানেজার তাসলিমা আক্তার। দুদকের অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ডিসেম্বরে এক বছর বয়সী পাঁচ কোম্পানিকে ব্যাংকটি ঋণ দেয় প্রায় ২ হাজার ৩৭৫ কোটি টাকা। অথচ এসব কোম্পানির নেই কোনো ওয়েবসাইট। এমনকি বাংলাদেশ ব্যাংকে দেয়া প্রতিবেদনেও দেওয়া হয়নি কোনো ঠিকানা। এসব ঋণের সুবিধাভোগী হিসেবে মনে করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনিয়োগ উপদেষ্টা...
বিলম্বে কমলাপুর ছাড়ছে ট্রেন
অনলাইন ডেস্ক

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দেশের বিভিন্ন রুটে চলাচলকারী ট্রেনগুলো বিলম্বে ছেড়ে যাচ্ছে। বুধবার (১৯ মার্চ) সকালে স্টেশনে প্রবেশের সময় একটি কন্টেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ট্রেনগুলো ছাড়তে বিলম্ব হচ্ছে। যদিও এখন ঢাকা স্টেশনের আপ ও ডাউন দুটি লাইনই সচল হয়েছে। বিষয়টি এরই মধ্যে গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক শাহাদাত হোসেন। তিনি বলেন, দুপুর ২টায় ঢাকা স্টেশনের আপ ও ডাউন লাইন ক্লিয়ার হয়েছে। এখন দুই লাইনেই ট্রেন চলাচল করছে। কিন্তু ট্রেন ছাড়তে বিলম্ব হচ্ছে। দায়িত্বশীল সূত্রের বরাতে জানা গেছে, বেলা ১১টা ৩৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় ডাউন লাইনে একটি কন্টেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে দুপুর ১টা পর্যন্ত স্টেশন এলাকায় ট্রেন চলাচল বন্ধ ছিল। পরবর্তীকালে দুপুর ১টার পর...
এসআই-এএসআইদের মোটরসাইকেল কিনতে সুদমুক্ত ঋণ দেবে সরকার
অনলাইন ডেস্ক

বাংলাদেশ পুলিশের এসআই ও এএসআই সদস্যদের মোটরসাইকেল কেনার জন্য সুদমুক্ত ঋণ দেবে সরকার। এছাড়া তাদের জন্য ৩৬৪টি পিকআপ এবং ১৪০টি প্রিজনার ভ্যান কেনা ও ঝুঁকিভাতার প্রচলিত সিলিং তুলে দেওয়া হবে। এর মাধ্যমে পুলিশ বাহিনীতে বিদ্যমান বিভিন্ন সমস্যা দূর করে সুবিধা নিশ্চিত করার ব্যাপারে উদ্যোগ নেবে সরকার। বুধবার (১৯ মার্চ) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক বৈঠক হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্টদের সঙ্গে এ বৈঠকে প্রধান উপদেষ্টা এসব সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এ তথ্য জানান। তিনি জানান, প্রধান উপদেষ্টা গত ১৭ মার্চ মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক সভায় অংশ নেন। সেদিন অনুষ্ঠানে কর্মকর্তারা তাদের সুবিধা ও অসুবিধার বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানান। এসব...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর