আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্র মোট তিন দিন বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। সেই হিসেবে আগামী ৩০ ও ৩১ মার্চ এবং ১ এপ্রিল ছুটি থাকবে। যদিও চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতর ১ এপ্রিল অনুষ্ঠিত হলে সে ক্ষেত্রে পরদিন ২ এপ্রিল সংবাদপত্র বন্ধ থাকবে। আজ বুধবার (৩ মার্চ) নোয়াব সভাপতি একে আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৩০, ৩১ মার্চ এবং ১ এপ্রিল পর্যন্ত ঈদের ছুটি পালন করা হবে। তাই ৩১ মার্চ থেকে ১ ও ২ এপ্রিল পর্যন্ত কোনো পত্রিকা প্রকাশ করা হবে না। আরও পড়ুন বিলম্বে কমলাপুর ছাড়ছে ট্রেন ১৯ মার্চ, ২০২৫ যদিও ঈদুল ফিতর ১ এপ্রিল অনুষ্ঠিত হলে এই ছুটি ২ এপ্রিল পর্যন্ত বর্ধিত হবে। সে ক্ষেত্রে ৩ এপ্রিল কোনো পত্রিকা প্রকাশিত হবে না।...
ঈদে সংবাদপত্রে ছুটি ৩ দিন নাকি ৪ দিন, যা জানা গেলো
অনলাইন ডেস্ক

না ফেরার দেশে ইউজিসির সাবেক চেয়ারম্যান ড. শহীদুল্লাহ
অনলাইন ডেস্ক

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৯ মার্চ) বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের কাউলিবেড়া গ্রামের সম্ভ্রান্ত কাজী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা কাজী মাহবুব উল্লাহ ও মাতা কাজী জেবুন্নেসা বেগম। news24bd.tv/এআর
চিকিৎসার জন্য ভারতের বিকল্প পেয়ে গেছে বাংলাদেশিরা
অনলাইন ডেস্ক

ছাত্র-জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আ. লীগ সরকারের পতন এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশিদের চিকিৎসা ভিসা ব্যতীত অন্য প্রায় সব ধরনের ভিসা প্রদান স্থগিত রেখেছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। এবার সেই চিকিৎসা ভিসা প্রদানও কমে এসেছে নাটকীয়ভাবে। ২০২৩ সালে মোট ২০ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছিল দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনবহুল দেশ ভারত। এই ভিসার একটি বড় অংশই চিকিৎসা ভিসা। সরকারি তথ্য বলছে- ২০২৩ সালে প্রতি কার্যদিবসে ৫ থেকে ৭ হাজার বাংলাদেশিকে চিকিৎসা ভিসা দেওয়া হয়েছে। অপর দিকে ২০২৪ সালের আগস্টের পর থেকে প্রত্যেক কার্যদিবসে ভিসা দেওয়া হচ্ছে সর্বোচ্চ এক হাজার বাংলাদেশি নাগরিককে। অর্থাৎ চিকিৎসাক্ষেত্রে বাংলাদেশিদের ভিসা প্রদান এক পঞ্চমাংশেরও বেশি...
গোলাপের বাগানে দুদকের হানা
নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপের বিরুদ্ধে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে। বুধবার (১৯ মার্চ) দুদকের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন। তিনি জানান, আব্দুস সোবহান গোলাপ সংসদ সদস্য হিসেবে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স এলাকায় ৯টি ফ্ল্যাট এবং বাড়ি ক্রয় করেছেন, যেগুলোর মূল্য বাংলাদেশি মুদ্রায় ৩২ কোটি টাকা। মামলার এজাহারে বলা হয়েছে, গোলাপ ৬৮ কোটি ৩২ লাখ ৭৫ হাজার ৬৬৫ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার এবং স্বার্থসংশ্লিষ্ট ৫১টি ব্যাংক হিসাবে ৯৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ রয়েছে। এদিকে, গত ১৯ জানুয়ারি, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সাবেক সংসদ সদস্য...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর