সকলের পরিচিত মুখ অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। নতুন এক দায়িত্ব পেয়েছেন এই অভিনেত্রী। প্রাণিকল্যাণ, বন্য প্রাণী সংরক্ষণ এবং পরিবেশগত সচেতনতা তৈরিতে সক্রিয় প্রাণী সংরক্ষণ সংস্থার দূত হিসেবে যুক্ত হয়েছে। সোমবার (১৭ মার্চ) ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের (ডিইএসসিএফ) ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়। সেখানে বলা হয়, অভিনেত্রী ও সমাজকর্মী কাজী নওশাবা আহমেদ আমাদের সংস্থার সঙ্গে অ্যাম্বাসাডর ফর ওয়াইল্ডলাইফ হিসেবে যুক্ত হয়েছেন। প্রাণিকল্যাণ, বন্য প্রাণী সংরক্ষণ এবং পরিবেশগত সচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে তার সংবেদনশীলতা সবারই জানা। ফেসবুক পেজটিতে আরও বলা হয়, এই যাত্রায় আমরা তার সঙ্গে সম্মিলিতভাবে প্রকৃতি ও মানুষের সহাবস্থান প্রতিষ্ঠার জন্য কাজ করব। তার হাত ধরে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেব বন্য প্রাণীর প্রতি ইতিবাচকতার ধারণা। এ...
নতুন দায়িত্বে নওশাবা
অনলাইন ডেস্ক

ধর্ষণকাণ্ডে ২০ বছরের কারাদণ্ড অভিনেতার
অনলাইন ডেস্ক

হরিয়ানার এক নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে বিখ্যাত বামন কৌতুক অভিনেতা দর্শনকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। খবর অনুযায়ী, সোমবার (১৭ মার্চ) হিসারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সুনীল জিন্দালের আদালত এই রায় ঘোষণা করেছে। দর্শন একজন কৌতুকাভিনেতা যিনি তাঁর ইউটিউব ভিডিওর জন্য পরিচিত। গত ১১ মার্চ, দর্শনকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তারপর থেকে সে পুলিশ হেফাজতে রয়েছে। ২০ বছরের কারাদণ্ডের পাশাপাশি, তাকে পকসো আইনের অধীনে ১ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। মামলাটি ২০২০ সালের সেপ্টেম্বরে শুরু হয়েছে। আগ্রোহা এলাকার একটি গ্রামের এক নাবালিকা মেয়ের মা পুলিশে অভিযোগ দায়ের করেছেন অভিনেতার বিরুদ্ধে। তিনি অভিযোগ করেন, দর্শন তার একটি প্রযোজনায় ভূমিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মেয়েটিকে প্রতারণা করেছেন। ভুক্তভোগীর আইনজীবীর মতে, কৌতুকাভিনেতা ২০২০...
কী কারণে শীতেই প্রেমিককে বিয়ে করতে চান মধুমিতা
অনলাইন ডেস্ক

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রীমধুমিতা সরকার। অতি শিঘ্রইপ্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বিয়ের পিঁড়িতেবসতে চলেছেন তিনি। এই সুখবর নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। প্রেমিক দেবমাল্যর সঙ্গে ছবি ভাগ করে মধুমিতা লেখেন, এ বছর ডিসেম্বর বা আগামী বছর আমরা বিয়ের পরিকল্পনা করছি। আমাদের দুজনেরই শীতকাল খুব প্রিয়। ততদিন অবধি পাহাড়ে আরও সুন্দর মুহূর্ত তৈরি করছি। অভিনেত্রী আরও লেখেন, ২০১৯ সালে আমাদের প্রথম দেখা হয়েছিল। কিন্তু কোনওভাবে যোগাযোগ থাকেনি সেসময়। এরপর কয়েকমাস আগে আবার আমাদের কথাবার্তা শুরু হয়। বন্ধুত্ব দিয়েই সম্পর্কটা শুরু হয়েছিল। এরপর বাকিটা ইতিহাস। বিয়ের খুঁটিনাটি নিয়ে মধুমিতা বলেন, ছোটবেলার বন্ধুত্ব থেকে বহু বছর পর যোগাযোগ, তারপর প্রেম, অবশেষে একসঙ্গে থাকার সিদ্ধান্ত। বিয়ের তোড়জোড় চলছে। পাহাড় আমাদের দুজনেরই প্রিয়,...
‘নিশ্চিত ছিলাম আমার মৃত্যু হবে, কেউ দেখবে না’
অনলাইন ডেস্ক

বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম কঙ্গনা রানাউত। তিনি আবার সংসদ সদস্য। বর্তমানে তিনি হিমাচলপ্রদেশের মন্ডী কেন্দ্রের বিজেপির সংসদ সদস্য। কিন্তু এক সময়ে তিনি প্রায় নিশ্চিত ছিলেন, তাঁর মৃত্যু হবেই। কেউ বাঁচাতে পারবেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের লড়াই নিয়ে মুখ খুলেছেন কঙ্গনা। বহিরাগত হিসেবেই মুম্বাইয়ের টিনসেল টাউনে প্রবেশ করেছিলেন। মডেলিং জগৎ থেকে অভিনয়ে পা রেখেছিলেন। কিন্তু ভেবেছিলেন, ভিড়ের মাঝে তিনি হারিয়ে যাবেন অথবা তাঁর মৃত্যু হবে। ২০০৬ সালে গ্যাংস্টার ছবিতে প্রথম অভিনয় কঙ্গনার। সেই সময়ের কথা মনে করে অভিনেত্রী বলেছেন, কখনওই মনে হত না, বাড়ি ফিরে যাব। বাড়ি ছাড়ার পরে মডেলিং করতাম, ঘুরে বেড়াতাম। কিছু একটা করার চেষ্টা চালিয়ে যেতাম। খুব কঠিন সময় ছিল সেটা। আমি ভাবতে পারিনি, আমি জীবনে কিছু করতে পারব। খুব অল্প বয়সে হিমাচল...
সর্বশেষ
সর্বাধিক পঠিত