বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার রিয়াজ হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৯ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন। এদিন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে ১২ মার্চ এ মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলা সূত্রে জানা যায়, ৪ আগস্ট ধানমন্ডি থানাধীন বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী রিয়াজ। এ সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে নিহত হন তিনি। এ ঘটনায় ১০ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন নিহতের মা শাফিয়া বেগম।...
হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে পলক
অনলাইন ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত চলচ্চিত্রের প্রদর্শনীর সনদ দিতে হাইকোর্টের নির্দেশ

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত দ্য রিমান্ড চলচ্চিত্র প্রদর্শনীর (সার্টিফিকেশন) সনদ ইস্যু করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের শুনানি শেষে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মো. গিয়াস উদ্দিন চৌধুরী। এই আইনজীবী জানান, তিন দিনের মধ্যে সনদ ইস্যু করার নির্দেশ দিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। নিমার্ণ শেষে চলচ্চিত্রটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হয়। গত ৩০ ডিসেম্বর সিনেমাটি প্রিভিউ করেও প্রদর্শনের অনুমতি না পেয়ে দুই বার আইনি নোটিশ দেয়া হয়। তবে সে নোটিশের জবাব না পেয়ে চলচ্চিত্রটির প্রযোজক ও নির্মাতা সৈয়দ বেলায়েত হোসেন বেলাল হাইকোর্টে রিট করেন। রিটে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব,...
আবারও সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর ৪ দিনের রিমান্ডে
অনলাইন ডেস্ক

ঢাকা জেলার সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হৃদয় আহমেদকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমানকে ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (১৯ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একেএম মহিউদ্দিনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এনামকে আদালতে উপস্থিত করে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে আসামির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন নামঞ্জুর করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন। গত ২৬ জানুয়ারি ঢাকার ভাটারা থানা এলাকা থেকে গ্রেফতার হন এনামুর রহমান। পরে বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টা মামলায় কয়েক দফা রিমান্ড ভোগ করেন তিনি। মামলার এজাহারে সূত্রে জানা যায়, ৫ আগস্ট সকাল...
৭ বছরের শিশু ধর্ষণ, গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড
অনলাইন ডেস্ক

রাজধানীতে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের মামালায় জাহিদুল ইসলাম নামে এক গৃহশিক্ষককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজবুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়শ্রী সমদ্দার এ রায় দেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি দোষী সাব্যস্ত গৃহশিক্ষককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এই অর্থ অনাদায়ে অতিরিক্ত ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাকে। রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে আবারও তাকে কারাগারে পাঠানো হয়। জানা যায়, ২০২১ সালে রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকার বাসাবাড়ির নিরাপত্তা কর্মী সাইফুল ইসলামের ৭ বছরের মেয়েকে আরবি পড়তে গিয়ে ওয়াশরুমের দরজা আটকে ধর্ষণ করেন ওই গৃহ শিক্ষক। এ ঘটনায় খিলগাঁও থানায় একটি মামলায় দায়ের করা হয়। রায় শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাজ্জাদ হোসেন বলেন,...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর