রাজবাড়ীর গোয়ালন্দে দ্রুতগতির যাত্রীবাহী সাকুরা বাসের ধাক্কায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের উজানচর মোস্তফা মেটাল ইন্ডাঃ লিঃ এর সামনে এ দূর্ঘটনা ঘটে। আহত মোটরসাইকেল চালকের নাম মো. রুহুল। তিনি রাজবাড়ী সদর উপজেলার ভবদিয়া এলাকার মো. হানিফ এর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, দৌলতদিয়া ঘাট থেকে আসা দ্রুতগতির সাকুর পরিবহন ঢাকা মেট্রো-ব (১১-৪৮৮৬) পরিবহনটি মোস্তফা মেটাল এর সামনে পৌঁছালে মহাসড়কের পাশে থাকা পথচারী অজ্ঞাত নারীকে মোটরসাইকেল চালক বাঁচাতে গেলে পেছন থেকে আসা বাসটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নারী নিহত হয় এবং মোটরসাইকেল চালককে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। আহলাদীপুর...
রাজবাড়ীতে বাসের ধাক্কায় অজ্ঞাত পথচারী নারী নিহত

গাজীপুরে পথচারী নিহতের গুজবে মহাসড়ক অবরোধ
গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহতের গুজবে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় জনতা। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত প্রায় দুই ঘন্টা ঢাকা-ময়মনসিংহ অবরোধ করে রাখে বিক্ষুব্ধরা। এসময় বিক্ষুব্ধরা বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায়। এতে ওই পথে বন্ধ হয়ে যায় সব ধরনের যানচলাচল। পরে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে রাত সাড়ে আটটায় বিক্ষুব্ধরা মহাসড়ক থেকে সরে গেলে যানচলাচল শুরু হয়। পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এক পথচারী (ভবঘুরে)। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে স্থানীয়রা ওই আহত ব্যক্তির মৃত্যু হয়েছে এমন গুজব ছড়িয়ে মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় তারা বিআরটি প্রকল্পের আওতাধীন ফুটওভার ব্রিজগুলো পথচারী...
চুয়াডাঙ্গায় বসুন্ধরা গ্রুপ সিমেন্ট সেক্টরের মতবিনিময় ও ইফতার মাহফিল
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের সৌজন্যে সিমেন্ট সংক্রান্ত মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জীবননগর শহরের কাজী টাওয়ারের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। কিংব্র্যান্ড সিমেন্টের পরিবেশক মেসার্স তুহিন ট্রেডার্সের তত্বাবধানে ১২০ জন রিটেইলার, ইঞ্জিনিয়ার ও ঠিকাদারের উপস্থিতে এ সভা আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স লিমিটেডের স্বত্বাধিকারী নূরুল্লাহ ফয়সাল। প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপ সিমেন্ট সেক্টরের দক্ষিণ বঙ্গের ডিজিএম মো. শাহাদত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম ও মার্কেট মালিকের প্রতিনিধি মো. মোজাম্মেল হক খোকন। অনুষ্ঠানে কোম্পানির পক্ষে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপ সিমেন্ট সেক্টরের কুষ্টিয়া জোনের ডিএসএম...
মোটরে হাত দিতেই প্রাণ গেল ব্যবসায়ীর
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে বৈদ্যুতিক পানির মোটরে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরের দিকে মরদেহ উপজেলার উত্তর মোহাম্মদপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে, বুধবার রাতে উপজেলার উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো.জামাল উদ্দিন (৪৭) একই ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামের ওলি আহমেদের ছেলে। স্থানীয় জানায়, জামাল বসত ঘর থেকে বিদ্যুতের তার টেনে নিজ বাড়ির পুকুর পাড়ে একটি পানির মোটর বসায়। রাত সাড়ে ১০টার দিকে ওই মোটরে ঘর থেকে বিদ্যুৎ সংযোগ দিয়ে পুকুর পাড়ে গিয়ে মোটরে হাত দিতেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সেনবাগ সেন্টাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই)...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর