আওয়ামী লীগ নিষিদ্ধের কোনও পরিকল্পনা সরকারের নেই- প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেয়া এমন বক্তব্যের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি হল পাড়া-প্রশাসনিক ভবন-ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে মিলিত হয়। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে নিজেদের দাবি জানায়। শ্লোগানগুলো ছিল আওয়ামী লীগের বিচার চাই, একসাথে একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর, এখনই আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। এছাড়া গণহত্যার বিচার চাই ও বিষদাঁত ভেঙে দাও গুড়িয়ে দাও স্লোগানও শোনা যায়। মিছিলে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ডে লেখা বিভিন্ন বার্তা প্রদর্শন করেন, যেমন খুনি লীগের পুনর্বাসন, রুখে...
আওয়ামী লীগকে ফেরাতে চাইলে দেশে রক্তের বন্যা বয়ে যাবে
নিজস্ব প্রতিবেদক

মোহাম্মদপুরে পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক, পরোয়ানাভুক্ত ও বিভিন্ন অপরাধে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২০ মার্চ) দিনব্যাপী অভিযান চালিয়ে থানা এলাকার বিভিন্ন পয়েন্ট থেকে অভিযুক্তদের আটক করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে মাদক সংক্রান্ত মামলায় ২ জন, ডিএমপি আইনে ১ জন, নারী ও শিশু নির্যাতন মামলায় ১ জন, পুলিশ আক্রান্তের ঘটনায় ১ জন এবং পরোয়ানাভুক্ত ৫ জন রয়েছেন। পুলিশ জানায়, অভিযানে মোট ৯টি ওয়ারেন্ট কার্যকর করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন জহিরুল ইসলাম (৩৭), সজীব (২৯), সাগর (২৪), শেখর (২৫), মেহেদী হাসান রাসেল (২৬), পারভীন (৫০), হৃদয়, সানি, আলম বাদশা ও নাইম। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ।...
ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলা, বায়তুল মোকাররমে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি হামলার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন খেলাফত মজলিসের নেতাকর্মীরা। আজ শুক্রবার (২১ মার্চ) বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে জুমার নামাজ শেষে তারা এই বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা নানা স্লোগান দিতে থাকেন। নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর পাশে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ শুরু করে হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখা। পল্টন মোড়ে পুলিশ বাধায় সেখানে অবস্থান নিয়ে বক্তব্য দেন দলটির নেতারা। এদিকে, জাতীয় বিপ্লবী পরিষদসহ মিছিল বের করে বিভিন্ন ইসলামী সংগঠন। এসময় ফিলিস্তিনে মুসলমানদের রক্ষায় বিশ্বের সকল মুসলমানদের এগিয়ে আসার আহ্বান জানান তারা। অপরদিকে ইসলামী দলগুলোর ডাকা বিক্ষোভ মিছিলকে ঘিরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় জুমার অনেক আগ থেকেই সতর্ক অবস্থানে রয়েছেন আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর...
সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি সাদ্দাম কমলাপুর থেকে গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি মো. সাদ্দামকে (৩২) গ্রেপ্তার করেছে ঢাকা রেলওয়ে পুলিশ। কমলাপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২১ মার্চ) ঢাকা রেলওয়ে পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন বলেন, গতকাল রাত সাড়ে ১০টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২০২২ সালে পঞ্চগড় জেলার সদর থানায় সংঘটিত সংঘবদ্ধ ধর্ষণ মামলার অন্যতম পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি মো. সাদ্দামকে গ্রেপ্তার করা হয়। আরও পড়ুন গণঅভ্যুত্থানে শহীদের মেয়েকে ধর্ষণ: মূলহোতা গ্রেপ্তার ২১ মার্চ, ২০২৫ প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সাদ্দাম জানায়, ঘটনার পরপরই পঞ্চগড় থেকে পালিয়ে ঢাকায় এসে দীর্ঘ তিন বছর...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর