সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ ৪ জলদস্যু নিহত

বন্দুকযুদ্ধ। প্রতীকী

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ ৪ জলদস্যু নিহত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সুন্দরবনে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু হাসান বাহিনীর প্রধানসহ চার সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১২টার দিকে চাঁদপাই রেঞ্জের জংড়া খালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান।

র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মোহাম্মাদ মুফতি মাহমুদ খান বলেন, মঙ্গলবার রাতে সুন্দরবনের চাঁদপাইরেঞ্জের জোংড়ার খাল এলাকায় র‌্যাব টহলের সময় জলদস্যু বাহিনী র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে।

ঘণ্টাব্যাপী 'বন্দুকযুদ্ধের' একপর্যায়ে দস্যুরা পিছু হটে। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে হাসান বাহিনীর প্রধানসহ চার দস্যুর মরদেহ উদ্ধার করে র‌্যাব সদস্যরা।

ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান র‌্যবের এ কর্মকর্তা।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর