কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত

বন্দুকযুদ্ধ। প্রতীকী

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

কুমিল্লায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রুবেল (৩৪) ও সেলিম (৩৬) নামে দুই যুবক নিহত হয়েছেন।

নিহতরা বিজিবি ও পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি বলে জানিয়েছে বিজিবি।

নিহত রুবেল চৌদ্দগ্রাম উপজেলার আমানগাঁও গ্রামের গোলাম মোস্তফার ছেলে এবং সেলিম একই উপজেলার শালুকিয়া (আদর্শগ্রাম) গ্রামের আলী আহাম্মদের ছেলে।

মঙ্গলবার রাত দেড়টার দিকে জেলার চৌদ্দগ্রাম পৌর এলাকার নাটাপাড়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন।

তিনি জানান, পৌর এলাকার নাটাপাড়া এলাকায় মাদক কারবারি রুবেল ও সেলিমসহ তাদের সহযোগীরা অবস্থান করছে, এমন গোপন খবর পেয়ে বিজিবি সেখানে অভিযান চালায়। মাদক ব্যবসায়ীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে রুবেল ও সেলিম গুলিবিদ্ধ হন। এ সময় অন্যরা পালিয়ে যান।

পরে আহত মাদক ব্যবসায়ীদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে দুই হাজার ১৫৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানায় মামলা হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর