থাইল্যান্ডের ব্যাংককে আগামী ২ থেকে ৪ এপ্রিল অনুষ্ঠিত হবে ষষ্ঠ বিমসটেক সম্মেলন। এবারের সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক আয়োজন করতে নয়াদিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। যদিও গত ২১ মার্চ ভারতীয় মিডিয়া দ্য হিন্দুস্তান টাইমস দেশটির সরকারের তিনটি সূত্রের বরাতে জানায়, তাদের বৈঠকটি হচ্ছে না। যদিও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ড. ইউনূস-মোদি বৈঠকের সম্ভাবনা নাকচ করেননি। গতকাল শনিবার (২২ মার্চ) দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় পরামর্শক কমিটির কাছে জয়শঙ্কর জানান, এ বৈঠকটি বিবেচনাধীন রয়েছে। সংসদীয় কমিটিকে জয়শঙ্কর বলেন, আগামী ২ থেকে ৪ এপ্রিল বিমসটেক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদির যোগদানের সম্ভাবনা রয়েছে। তখন তাকে পরামর্শক কমিটির সদস্যরা জিজ্ঞেস করেন, প্রধানমন্ত্রী মোদি...
ড. ইউনূস-মোদি বৈঠক বিবেচনাধীন: বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক

ভারত তথ্য দিয়েছিল হাসিনা উপেক্ষা করেছেন: জয়শঙ্কর
নিজস্ব প্রতিবেদক

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছি। কিন্তু ওখানকার অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে করা যাচ্ছে না।গতকাল শনিবার (২২ মার্চ) ভারতের সংসদের পরামর্শদাতা কমিটির বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বেশির ভাগ রাজনৈতিক দলের সংসদ সদস্যদের নিয়ে এ কমিটি গঠিত হয়েছে। বৈঠকে কংগ্রেসের মণীশ তেওয়ার, মুকুল ওয়াসনিক, শিবসেনার প্রিয়াঙ্কা চাতুর্বেদই, তামিলনাড়ুর ভাইকোসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী টুইট করে বলেন, বৈঠকে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মিয়ানমার নিয়ে আলোচনা হয়েছে। সূত্র মারফত জানা যায়, বৈঠকে সংসদ সদস্যরা প্রশ্ন করেন- শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যখন অসন্তোষ দানা বাঁধছিল, এটা কি ভারত সরকার জানত না? জবাবে এস জয়শঙ্কর বলেছেন, ভারত সরকার যথাযথ তথ্য জানিয়েছিল।...
যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮
অনলাইন ডেস্ক

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে ইসরায়েল। শনিবার (২৩ মার্চ) দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় চালানো এই হামলায় দুই শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। প্রায় এক বছর ধরে ইসরায়েলি বাহিনী ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সংঘাত চলার পর যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় গত নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু এই প্রথমবারের মতো সেই চুক্তি ভেঙে হামলা চালাল ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, শনিবার লেবানন থেকে ছোড়া ছয়টি রকেট ইসরায়েল লক্ষ্য করে আসে, যার মধ্যে তিনটি সীমান্ত অতিক্রম করেছিল। এর জবাবে হিজবুল্লাহর ঘাঁটিতে হামলা চালানো হয়। তবে হিজবুল্লাহ এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তারা বলছে, তারা কোনো হামলা চালায়নি এবং যুদ্ধবিরতির শর্ত মেনে চলছে। উল্লেখযোগ্যভাবে, শনিবারের রকেট হামলার দায় স্বীকার...
বিয়ে করা আরও সহজ করছে চীন
অনলাইন ডেস্ক

বিয়ে নিবন্ধন প্রক্রিয়া সহজতর করতে এবং দম্পতিদের আর্থিক চাপ কমাতে নতুন পদক্ষেপ ঘোষণা করেছে চীন। শনিবার (২২ মার্চ) দেশটির সরকার এ সংক্রান্ত নীতি পরিবর্তনের ঘোষণা দেয়, যা জনসংখ্যা সংকট মোকাবিলায় বেইজিংয়ের সর্বশেষ উদ্যোগ। চীনে আগে দম্পতিদের বিয়ে নিবন্ধনের জন্য তাদের জন্মস্থান বা নিবন্ধিত ঠিকানায় যেতে হতো। এতে ভ্রমণ ও অর্থনৈতিক চাপ তৈরি হতো। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী, যেকোনো শহরে বসবাসরত দম্পতি তাদের বর্তমান ঠিকানায় বিয়ে নিবন্ধন করতে পারবেন। সরকারি সম্প্রচারমাধ্যম সিসিটিভি ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, এই পরিবর্তন বিশেষত তরুণদের জন্য সহায়ক হবে, যারা সাধারণত জন্মস্থানের বাইরে চাকরি বা পড়াশোনার জন্য বসবাস করেন। চীনে অর্থনৈতিক অনিশ্চয়তা ও উচ্চ জীবনযাত্রার ব্যয় বিবাহ ও সন্তান ধারণের হার কমিয়ে দিয়েছে। - ২০২৩ সালে বিয়ের সংখ্যা...