সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. সাইফুজ্জামান শেখর, তার স্ত্রী সিমা রহমান ও কারাগারে আটক থাকা পুলিশের ডিআইজি মোল্যা নজরুল ইসলামসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যরা হলেন, ফরিদপুর জেলার সাবেক পুলিশ সুপার (বর্তমানে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত) সুভাষ চন্দ্র সাহা ও বিবিএসের প্রশ্নফাঁসের হোতা সৈয়দ আবেদ আলী জীবনের স্ত্রী শাহরিন আক্তার শিল্পী। রোববার (২৩ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। এদিন পৃথক চারটি আবেদনে অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে দুর্নীতি দমন কমিশন। অভিযুক্তদের বিরুদ্ধে দুদকের মামলা ও তদন্তকাজ চলমান থাকায় এ নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়। উল্লেখ্য, সাইফুজ্জামান শেখর সাবেক...
শেখর ও তার স্ত্রী, ডিআইজি নজরুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার তদন্ত শেষ
নিজস্ব প্রতিবেদক

জুলাই-আগস্টে আশুলিয়ার হত্যার পর ৬ লাশ পোড়ানোর ঘটনায় করা মামলার তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। রোববার (২৩ মার্চ) দুপুরে সাংবাদিকদের তিনি এসব জানান। জুলাই আগস্ট গণহত্যায় হওয়া মামলাগুলোর মধ্যে এটিই প্রথম কোনো মামলার তদন্ত সম্পন্ন হলো। এর আগে গত ১৯ মার্চ চিফ প্রসিকিউটর জানান, এখন পর্যন্ত চারটি মামলার তদন্ত ফাইনাল স্টেজে (শেষ পর্যায়ে) রয়েছে। এর মধ্যে রয়েছে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলা। সেসময় তিনি আরও জানান, তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর এক মাসের মধ্যে আমরা আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু করতে পারবো। news24bd.tv/FA
জি কে শামীম ও তার মায়ের রায়ের দিন ধার্য
অনলাইন ডেস্ক

অবৈধ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগে দুদকের করা মামলায় আলোচিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের রায় ঘোষণার জন্য আগামী ২৭ মার্চ দিন ধার্য করেছেন আদালত। আজ রোববার (২৩ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বেঞ্চ সহকারী বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২০ মার্চ সংশ্লিষ্ট আদালতের বিচারক মো. রবিউল আলমের আদালত মামলায় রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এদিন ধার্য করেন। এর আগে গত ১৮ মার্চ নিজের ও মায়ের পক্ষে আদালতে সাফাই সাক্ষ্য সমাপ্ত করেন জি কে শামীম। এরপর আদালত মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ২০ মার্চ দিন ধার্য করেন। এর আগে গত ৫ মার্চ আত্মপক্ষ শুনানিতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান। আদালত সূত্রে জানা গেছে, গত ৫ মার্চ মামলাটিতে আসামিদের আত্মপক্ষ...
স্বাস্থ্যের আলোচিত সেই গাড়িচালক মালেকের ১৩ বছর কারাদণ্ড
অনলাইন ডেস্ক

স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত সাবেক গাড়িচালক আব্দুল মালেককে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার (২৩ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক জাকারিয়া হোসেনের আদালত এ রায় দেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাকে ১০ বছরের কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড, অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৬ মাস কারাভোগ করতে হবে। তথ্য গোপনের অভিযোগে তিন বছরের সশ্রম কারাদণ্ড, এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অবৈধভাবে অর্জিত এক কোটি ৫০ লাখ ৩১ হাজার ৮১০ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত। দুই ধারার সাজা একত্রে চলবে মর্মে আদালত আদেশ দিয়েছেন। সেক্ষেত্রে তাকে সর্বোচ্চ ১০ বছরের সাজা ভোগ করতে হবে বলে জানান দুদক প্রসিকিউটর আসাদুজ্জামান রানা। রায় ঘোষণার শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। এদিকে,...