খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক ও তার স্ত্রী বাগেরহাট-৩ (মোংলা ও রামপাল) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুন নাহারের ৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করা হয়েছে। পাঁচটি ব্যাংক হিসাব, এফডিআর ও সঞ্চয়পত্র মিলিয়ে প্রায় ৮ কোটি ১০ লাখ টাকা অবরুদ্ধ করা হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফ হোসেন হায়দার এ আদেশ দেন। সোমবার (২৪ মার্চ) দুদক খুলনা কার্যালয়ের উপপরিচালক মো. আবদুল ওয়াদুদ এ তথ্য নিশ্চিত করেছেন। দুদক সূত্রে জানা যায়, দুদকের প্রাথমিক অনুসন্ধান শেষে সোমবার খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক ও তার স্ত্রী সাবেক সংসদ সদস্য হাবিবুন নাহারের ব্যাংক হিসাব অবরুদ্ধের জন্য খুলনা মহানগর দায়রা জজ আদালতে আবেদন করে দুদক। দুদকের আবেদনের...
খুলনা সিটির সাবেক মেয়র ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ
অনলাইন ডেস্ক

কয়েক ধাপের চেকিং ছাড়া দেখা মিলছে না ট্রেনের
অনলাইন ডেস্ক

এবারের ঈদযাত্রায় আজ সোমবার (২৪ মার্চ) থেকে শুরু হয়েছে ট্রেনে বাড়ি ফেরা। এদিন ভোর ৬টায় ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরে ফেরা মানুষের যাত্রা শুরু হয়। বিশেষ এই ট্রেনযাত্রা উপলক্ষে বরাবরের মতো তিন স্তরের টিকিট চেকিংয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। স্টেশনে প্রবেশ পথে বাঁশের বেড়া দেওয়া হয়েছে। যদিও স্টেশন এলাকা ঘুরে দেখা গেছে টিকিট চেকিং কার্যক্রম কিছুটা ঢিলেঢালাভাবে চলছে। সোমবার গোটা দিনই স্টেশন এলাকা ঘুরে দেখা যায়, পার্কিং এরিয়ার পর থেকে প্রথম টিকিট চেকিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এখানে শুরুর দুই একজনকে টিকিট চেক করতে দেখা গেলেও বাকিদের তেমন একটা চেক করতে দেখা যায়নি। তারা বাধাহীনভাবেই ভেতরে প্রবেশ করতে পারছেন। দুই একজন টিকিট বিহীন যাত্রী পেলে...
উত্তাল সমুদ্র থেকে ১২ জেলেকে উদ্ধার
নিজস্ব প্রতিবেদক

উত্তাল সমুদ্র হতে বিকল ফিশিং বোট মায়ের দোয়া এর ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। আজ সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য জানান। তিনি বলেন, আজ সোমবার (২৪ মার্চ) ভোর ৪টায় জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে জানা যায়, মায়ের দোয়া নামক একটি ফিশিং বোট কক্সবাজার বাতিঘর থেকে আনুমানিক ১৮ কিলোমিটার দূরে ইঞ্জিন বিকল হয়ে ১২ জন জেলেসহ উত্তাল সমুদ্রে ভাসমান অবস্থায় রয়েছে। তাদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন মহেশখালীর একটি উদ্ধারকারী দল তৎক্ষণাৎ সেই সমুদ্র এলাকায় যায়। এরপর দীর্ঘ ৮ ঘণ্টা অভিযান চালিয়ে অবশেষে দুপুর ১২টায় বিকল হওয়া বোটসহ ১২ জন জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। আরও পড়ুন স্বামীর কল রিসিভ না করা কাল হলো স্ত্রীর জন্য! ১৫ মার্চ, ২০২৫ উদ্ধারকারী দল...
সুন্দরবনের আগুন নেভানোর শেষ ভরসা জোয়ারের পানি
নিজস্ব প্রতিবেদক

ফায়ার সার্ভিস ও বন বিভাগ সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের তেইশের ছিলা এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম খাচ্ছে। সেখানকার প্রধান সংকট হয়ে দাঁড়িয়েছে পানির অভাব। নিকটবর্তী ভোলা নদীতে ভাটা থাকায় পাম্প বন্ধ রাখতে হয়েছে। যার ফলে আগুনে পানি ছিটানো সম্ভব হচ্ছে না। ফায়ার সার্ভিস ও বন বিভাগ জানিয়েছে, নদীতে জোয়ার এলে তবেই পানি পাম্প করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করা যাবে। আজ সোমবার (২৪ মার্চ) ভোর থেকে দুপুর পর্যন্ত পানির অভাবে ফায়ার সার্ভিসকে অপেক্ষা করতে হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ভোলা নদীতে জোয়ার আসতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে পারে। নদীতে পর্যাপ্ত পানি না থাকায় বন বিভাগ ও স্বেচ্ছাসেবকরা আগুনের বিস্তার রোধে ফায়ার লাইন কাটার কাজ চালিয়ে যাচ্ছেন। এদিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর