দক্ষ কর্মী তৈরি করতে ইউএসটিসি-পিপল এন টেকের চুক্তি

ইউএসটিসি-পিপল এন টেকের চুক্তি

দক্ষ কর্মী তৈরি করতে ইউএসটিসি-পিপল এন টেকের চুক্তি

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে

‘দক্ষ হলেই জীবন যুদ্ধে জয়ী হবার পথ সুগম হয়’ (Be Skills Ready. Be Life Ready.) স্লোগানে যুক্তরাষ্ট্রে আইটি সেক্টরের উপযোগী কোর্স প্রদানে খ্যাতি অর্জনকারী ‘পিপল এন টেক’র সঙ্গে চট্টগ্রামের ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলাজির (ইউএসটিসি) শিক্ষা-বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি অনুযায়ী ইউএসটিসির চতুর্থ বর্ষের ছাত্র-ছাত্রীরা আইটি সেক্টরে চাকরির উপযোগী বিশেষ কালিক্যুলাম সম্পন্ন হবেন। যার ফলে তারা আইটি সেক্টরের যে কোনো প্রতিষ্ঠানে মিড-লেভেলের চাকরির জন্যে যোগ্য বিবেচিত হবেন। আর এই কারিক্যুলাম পিপল এন টেকের পক্ষ থেকে বিনামূল্যে প্রদান করা হবে।

যুক্তরাষ্ট্রের আইটি ইন্সটিটিউট ‘পিপল এন টেক’র সঙ্গে একই ধরনের চুক্তির প্রক্রিয়ায় রয়েছে ইউ ল্যাব-সহ বাংলাদেশের আরো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রক্রিয়া সম্পন্ন হলে বাংলাদেশের মেধাবি ছাত্র-ছাত্রীদের জাতীয় ও আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন আইটি কোম্পানীতে উচ্চ বেতনের চাকরির পথ সুগম হবে বলে জানান পিপল এন টেকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার আবু হানিপ।

(নিউজ টোয়েন্টিফোর/এনআরবি/তৌহিদ)

সম্পর্কিত খবর