তামিম ইকবালের হৃদস্পন্দন নেই। বিকেএসপির মাঠে হেলিকপ্টার আনা হলেও সেখান থেকে ঢাকায় আনা হলেও তামিমের শারীরিক অবস্থা তখন বেশ নাজুক। দ্রুততম অ্যাম্বুলেন্সে করে কেপিজি হাসপাতালে নিয়ে আসার সিদ্ধান্ত হয়। বিকেএসপির কোচ মন্টু দত্ত সেই সময়ের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে বলেছিলেন, যদি এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয়, আমরা হয়ত তামিমকে আর ফিরে পাবো না। গুরুতর সেই সময়ে তামিম ইকবালের হৃদস্পন্দন বা হার্টবিট চালু করাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর সেই কাজটা যিনি করেছিলেন তিনি বিকেএসপির ট্রেনার ইয়াকুব চৌধুরী ডালিম। তামিম ইকবালের হার্টবিট যখন একেবারেই নেই, তখন টানা সিপিআর দিয়েছিলেন বিকেএসপির সাবেক এই ছাত্র। নিজেই জানিয়েছেন সেই সময়ের কথা। গতকালের কথা কোনো দিন ভোলা সম্ভব না উল্লেখ করেন ডালিম জানান, পুরোটা সময় তামিম ভাইয়ের সাথে ছিলাম। মাঠ, অ্যাম্বুলেন্স থেকে...
সংকটের সময়ে তামিমের হৃৎপিণ্ডে স্পন্দন ফিরিয়েছিলেন যিনি
অনলাইন ডেস্ক

তামিমকে ডাক্তারের প্রশ্ন, যা জানালেন তিনি
অনলাইন ডেস্ক

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত প্রশ্ন হচ্ছে তামিম ইকবাল এখন কেমন আছেন? ইতোমধ্যে স্বস্তির খবর হলো, তার অবস্থা আগের চেয়ে ভালো। তিনি নিজেই ডাক্তারকে জানিয়েছেন, আগের চেয়ে ভালো লাগছে। গতকাল সোমবার (২৪ মার্চ) বিকেএসপির ৩ নম্বর মাঠে চলছিলো ডিপিএলের অষ্টম রাউন্ডের ম্যাচ। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নেমে মাঠেই হার্ট অ্যাটাক করেন তামিম। অবস্থা গুরুতর হওয়ায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ককে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। যদিও হাসপাতালে নেওয়ার আগে তামিমকে নিতে হেলিকপ্টারও আনা হয়েছিলো। আরও পড়ুন তামিমের সুস্থতার জন্য ভারতীয় ও লঙ্কান ক্রিকেটারদের প্রার্থনা ২৪ মার্চ, ২০২৫ কিন্তু পরিস্থিতি ভালো না হওয়ায় পাশে থাকা কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে চিকিৎসার জন্য নেওয়া হয় তাকে। এর পর ওই হাসপাতালে...
আজকের দিনটি টিভির পর্দায় দারুণ কাটাবেন দর্শকরা
অনলাইন ডেস্ক

এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে আজ মঙ্গলবার (২৫ মার্চ) ভারতের মুখোমুখি বাংলাদেশ। এদিকে আইপিএলে ম্যাচও রয়েছে। ফুটবল এশিয়ান কাপ ফুটবল: বাছাইপর্ব বাংলাদেশ-ভারত সন্ধ্যা ৭টা ৩০ মিনিট, টি স্পোর্টস বিশ্বকাপ ফুটবল বাছাইপর্ব: ইউরোপ মলদোভা-এস্তোনিয়া রাত ১১টা, সনি স্পোর্টস ২ উত্তর মেসিডোনিয়া-ওয়েলস রাত ১টা ৪৫ মিনিট, সনি স্পোর্টস ১ ইসরায়েল-নরওয়ে রাত ১টা ৪৫ মিনিট, সনি স্পোর্টস ২ জিব্রাল্টার-চেক প্রজাতন্ত্র রাত ১টা ৪৫ মিনিট, সনি স্পোর্টস ৫ বিশ্বকাপ ফুটবল বাছাইপর্ব: আফ্রিকা নাইজেরিয়া-জিম্বাবুয়ে রাত ১০টা, ফিফা প্লাস ওয়েবসাইট বেনিন-দক্ষিণ আফ্রিকা রাত ১০টা, ফিফা প্লাস ওয়েবসাইট ক্যামেরুন-লিবিয়া রাত ১টা, ফিফা প্লাস ওয়েবসাইট মিসর-সিয়েরা লিওন রাত ১টা, ফিফা প্লাস ওয়েবসাইট আলজেরিয়া-মোজাম্বিক রাত ৩টা, ফিফা প্লাস ওয়েবসাইট সেনেগাল-টোগো রাত ৩টা, ফিফা প্লাস...
তামিমের জন্য দোয়াই হবে আমার জন্মদিনের সেরা উপহার : সাকিব
অনলাইন ডেস্ক

প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। পরে জানা যায়, অল্প সময়ের মধ্যেই দুইবার হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। জরুরি অবস্থায় তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পর হার্টে রিং পরানো হয়েছে। তামিমের সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন সাকিব আল হাসান। আজ সাকিবের ৩৮তম জন্মদিন। এই বিশেষ দিন উপলক্ষে ভক্তদের ফেসবুক ভেরিফাইড পেজ থেকে সাকিব এক পোস্টে বলেন, আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইব আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক। তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর