শেখ পরিবারের নামে থাকা দেশের তিনটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে অধ্যাদেশ জারি করা হয়েছে। অধ্যাদেশ তিনটিতে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার (১৬ এপ্রিল) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এসব অধ্যাদেশ প্রজ্ঞাপন আকারে প্রকাশ করেছে। জানা গেছে, নাম পরিবর্তিত হওয়া বিশ্ববিদ্যালয়গুলো হলোবঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), সিলেটের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং খুলনার শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়। এগুলোর নাম হবে যথাক্রমে- বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় ও খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি প্রণীত অধ্যাদেশটি জনসাধারণের জ্ঞাতার্থে প্রকাশ করা হলো। অধ্যাদেশগুলোর প্রস্তাবনায়...
তিন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন
অনলাইন ডেস্ক

‘যেই কারাগারে ছিলাম, যদি আবার নিয়ে যাওয়া হয়– আর কেউ খুঁজে পাবে না’
অনলাইন ডেস্ক

তদন্তকারীরা যখন তড়িঘড়ি করে দেয়াল ভেঙে ফেলেন, তখন বেরিয়ে আসে এক গোপন জেলখানার কক্ষ। সেটা ছিল সদ্য ইট দিয়ে বন্ধ করে দেওয়া একটি দরজা যেন ভিতরে কী আছে, তা গোপন রাখা হয়। সেই সরু করিডোরের দুপাশে অন্ধকার ছোট ছোট ঘর। ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কয়েক কদম দূরের এক সামরিক ঘাঁটিতে এই জেলখানাটি হয়তো আর খুঁজেই পাওয়া যেত না, যদি না মীর আহমদ বিন কাসেম এবং আরও কয়েকজন তাদের বেঁচে থাকার ভরসা দিতেন। সরকারবিরোধী কণ্ঠস্বর হিসেবে পরিচিত কাসেম সেখানে ৮ বছর বন্দি ছিলেন। চোখ বেঁধে রাখা হতো তাকে তাই আশপাশের শব্দ দিয়েই তিনি জায়গাটি চিনে রাখতেন। তিনি স্পষ্টভাবে মনে রেখেছেন বিমান নামার শব্দ যা তদন্তকারীদের সেই গোপন ঘাঁটিতে পৌঁছাতে সাহায্য করে। মূল ভবনের পেছনে ছিল সেই ছোট জানালাবিহীন, পাথর ও কংক্রিটের তৈরি জেল, যেখানে বন্দিদের রাখা হতো। এই জায়গাটি ছিল যেন চোখের সামনেই...
উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ালে আইনগত ব্যবস্থা: পরিবেশ উপদেষ্টা
অনলাইন ডেস্ক

মাতুয়াইল, আমিনবাজারসহ উন্মুক্ত স্থানে কেউ বর্জ্য পোড়ালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, বর্জ্য পোড়ানোর ঘটনায় দায়ী সরকারি, বেসরকারি ব্যক্তিকে শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আজ বুধবার (১৬ এপ্রিল) সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় পরিবেশ উপদেষ্টা বলেন, বায়ুদূষণ রোধে নির্মাণসামগ্রী ঢেকে রাখতে হবে। ঢেকে বালু ও নির্মাণসামগ্রী পরিবহন করতে হবে। তা না হলে ব্যবস্থা নেওয়া হবে। এ লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর, রাজউক, সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর ম্যাজিস্ট্রেটরা একসঙ্গে কাজ করবে। তিনি বলেন, সেবাপ্রদান সংস্থাগুলো যেন আলাদা আলাদাভাবে...
সারা দেশে রেলপথ অবরোধের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক

ছয় দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সারা দেশে রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। একই সঙ্গে আজকের মতো সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন তারা। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে এ ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী। তিনি বলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শোয়াইব আহমাদ খান, ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্টদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তবে বৈঠকে আমরা একমত হতে পারিনি। তারা লিখিতভাবে আমাদের দাবিগুলো মেনে নেয়নি। তাই আমরা আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল (বৃহস্পতিবার) রেলপথ ব্লকেড কর্মসূচি ঘোষণা করছি। আরও পড়ুন ফিরে এলেন আরাকান আর্মির হাত থেকে মুক্ত ৫৫ জেলে ১৬ এপ্রিল,...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর