খালেদাকে বন্দি রেখেছে কে, প্রশ্ন কাদেরের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

খালেদাকে বন্দি রেখেছে কে, প্রশ্ন কাদেরের

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

তত্ত্বাবধায়ক সরকারের মামলার কারণে খালেদা জিয়া সাজাপ্রাপ্ত হয়ে আদালতের রায়ে কারাগারে আছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছারাও কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির উপায় বাতলে দিয়েছেন তিনি।

শনিবার (১ জুন) রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ঈদে ঘরমুখো মানুষের যাত্রাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি চাইলে ‘লিগ্যাল ব্যাটল’ করে তাদের নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে পারে।

‘খালেদা জিয়াকে আজকে কারাগারে বন্দি রেখেছে কে? সরকার না মামলা? তত্ত্বাবধায়ক সরকারের মামলার কারণে তিনি সাজাপ্রাপ্ত হয়ে আদালতের রায়ে কারাগারে আছেন। আদালতে খালেদা জিয়াকে সরকার পাঠায়নি। যদি সরকারকে দায়ী করেন, তাহলে সেটা তত্ত্বাবধায়ক সরকার। ’

খালেদা জিয়ার মুক্তি দিতে পারে কেবল আদালত উল্লেখ করে তিনি বলেন, ‘দেশে আইন আছে, বিচার ব্যবস্থা আছে, আইন অনুযায়ী খালেদা জিয়া আদালতে গেছেন।

আদালত তাঁকে কনভিকশন দিয়েছে, সাজা দিয়েছে এবং সেভাবেই তিনি জেলে আছেন। এখন লিগ্যাল ব্যাটল করে বিএনপির নেতারা তাঁকে মুক্ত করে আনতে পারেন। এখানে সরকারের কোনও করণীয় নেই। বিষয়টি আদালতের এখতিয়ার। ’

বিএনপির আন্দোলনের প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি যে কথায় কথায় বলে, তারা আন্দোলন করে খালেদা জিয়াকে বের করে আনবে। খালেদা জিয়ার সাজা পাওয়ার পর এতদিন চলে গেল, আন্দোলনের উত্তাপ তো রাজপথে সঞ্চারিত করতে পারেনি বিএনপি। শুধু মুখে বললেই আন্দোলন হয়ে যায় না। ’

ঈদযাত্রা প্রসঙ্গে সড়কমন্ত্রী বলেন, ‘এবারের ঈদযাত্রায় বৃষ্টিপাত হলেও সড়ক-মহাসড়কে যানজটের আশঙ্কা নেই। আমি আশা করি, ঈদ পর্যন্ত এই স্বস্তিদায়ক যাত্রা অব্যাহত থাকবে এবং ঈদের পরেও মানুষ কর্মস্থলে ফিরে আসবে নির্বিঘ্নে। এবার রাস্তা ভালো, রাস্তার কারণে মহাসড়কে যানজটের কোনও কারণ নেই। বৃষ্টি-বাদল হলে হয়তো কোথাও গাড়ির গতি কিছুটা ধীর হবে, কিন্তু যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা এবার নেই। ’

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর