অষ্ট্রেলিয়ায় গানের অনুষ্ঠানে ৩ ঘণ্টা দেরিতে পৌঁছান নেহা কক্কর। সেই কারণে দর্শকের কাছ থেকে তাকে শুনতে হয় গো ব্যাক স্লোগান। গাইতে গাইতে কেঁদে ফেলেন নেহা। দেরি করে পৌঁছনোর জন্য ক্ষমা চান গায়িকা। তবু মন ভেজেনি শ্রোতাদের। বরং তারা ভারতে ফিরে যাওয়া থেকে নাটক কম করার মতো মন্তব্য করেন। এবার নেহার অপমানে গর্জে উঠলেন গায়িকার স্বামী রোহনপ্রীত। কেন দেরি করে অনুষ্ঠানে পৌঁছেছিলেন তিনি, সেটাও অবশ্য জানিয়েছিলেন নেহা। নেহা জানান, উদ্যোক্তারা নাকি তার থাকার কোনও রকম ব্যবস্থা করে দেননি। স্বামী রোহনপ্রীত শেষ পর্যন্ত সব কিছু ব্যবস্থা করেছিলেন। অনেক প্রতিকূলতা পেরিয়ে মঞ্চে উঠতেই, রীতিমতো এক ঝড়ের মুখে পড়েন নেহা। রোহন জানিয়েছেন, আগে থেকে কোনও কিছু অনুমান করে নেওয়ার চেয়ে বিষয়টি একবার বিবেচনা করে দেখা জরুরি। রোহন বলেন, আমরা সত্যিটা না জেনেই অনেক সময় সিদ্ধান্ত...
নেহার অপমানে পাশে দাঁড়ালেন স্বামী রোহনপ্রীত
অনলাইন ডেস্ক

শাকিবকে নাম ধরে ডেকেই ভালোবাসার ঝড় তোলেন ইধিকা-দর্শনা
অনলাইন ডেস্ক

৪৬ বছর পূর্ণ করলেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। গোটা ঢালিউডের বস তিনি। কর্মজীবন থেকে ব্যক্তিগত জীবন-- শাকিব খান থাকেন আলোচনায়। বাংলার বহু নায়িকা করেছেন তার সঙ্গে। সাম্প্রতিক কালে যে দুজন শাকিবের সঙ্গে কাজ করার জন্য রয়েছেন আলোচনায় তারা হলেন ইধিকা পাল ও দর্শনা বণিক। সম্প্রতি মেগাস্টারের জন্মদিন উপলক্ষে ঢাকাই সিনেমার এই নায়কের ব্যাপক প্রশংসা করেন তারা। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে উঠে আসল শাকিবকে নিয়ে এই দুই নায়িকার নানা মন্তব্যও। তাদেরকে প্রশ্ন করা হয় শাকিবের চালচলন, ব্যক্তিত্ব ও আচরণ নিয়ে। অকপটে উত্তরও দেন এই দুই নায়িকা। একটা সময় ছোট পর্দায় কাজ করতেন ইধিকা পাল। এখন তার পরিচয় শাকিবের নায়িকা। শাকিব খানের সঙ্গে একটা ছবিই বদলে দিয়েছে তার ক্যারিয়ার। প্রিয়তমা পর আসছে বরবাদ। অর্থাৎ, আসছে ঈদেই প্রেক্ষাগৃহে ফের দেখ মিলবে শাকিব-ইধিকা...
দিন দিন শাকিবের বয়সটা কমে যাচ্ছে: নুসরাত জাহান
অনলাইন ডেস্ক

প্রকাশের কয়েক ঘণ্টায় মিলিয়নের ঘর ছুঁয়েছে বরবাদ সিনেমার আইটেম গান চাঁদ মামা। গানটিতে কোমর দুলিয়ে বাজার গরম করেছেন টলিউড লাস্যময়ী নুসরাত জাহান। অন্যদিকে ঝাঁ চকচকে শাকিব খান তো যেন খাপ খোলা তরবারি! নুসরাতের মতে দিন দিন আরও যুবক হচ্ছেন শাকিব। গণমাধ্যমের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে এরকম মন্তব্য করলেন অভিনেত্রী। চাঁদ মামা গানটিতে কাজের অভিজ্ঞতা জানতে চাইলে নুসরাত বলেন, ভালো কাজের অভিজ্ঞতা সবসময় ভালো হয়। এটা শাকিবের সঙ্গে আমার দ্বিতীয় কাজ। এর আগে আমরা নাকাব নামের একটি যৌথ প্রযোজনার সিনেমায় একসঙ্গে কাজ করেছিলাম। অনেক দিন পর একটি দুর্দান্ত কম্পোজিশনে আমরা পারফর্ম করলাম। দারুণ একটি গান। চাঁদ মামা নিয়ে মানুষের এত ভালোবাসা, উচ্ছ্বাস, উন্মাদনা একজন শিল্পী হিসেবে আমাদের কাছে বিশাল প্রাপ্তির। এরপর বলেন, গানটি আমার খুবই ভালো লেগেছিল। প্রীতম...
শাকিবের জন্মদিনেও চললো দুই স্ত্রীর খোঁচাখুচি!
অনলাইন ডেস্ক

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান বহু সাক্ষাৎকারে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে নিজের প্রাক্তন স্ত্রী বলেই দাবি করেছেন। শুধু তাই নয়, এই দুই নায়িকার সঙ্গেই ভবিষ্যতে তার নতুন কোনো সম্পর্কের সুযোগ নেই বলেও জানিয়েছেন। তবে অপু-বুবলীর ক্ষেত্রে বরাবরই দেখা গেছে ভিন্ন চিত্র। তারা দুজনেই এখনও শাকিবকে নিজের স্বামী বলেই দাবি করেন। বিশেষ দিনগুলোতে নায়ককে নিয়ে নানা স্মৃতি ও রোমাঞ্চে ভাসেন। এবারও দেখা গেল তেমনই এক চিত্র। শুক্রবার (২৮ মার্চ) ছিলো শাকিব খানের ৪৬তম জন্মদিন। প্রিয় নায়কের জন্মদিনে ভক্তদের পাশাপাশি তাকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী। স্বামীকে উইশ করলেও বরাবরের মতোই বুবলীকে খোঁচা মারতে ভোলেননি অপু বিশ্বাস। জন্মদিনে বাবার সঙ্গে ছেলে বীরের কেক কাটার কিছু ছবি পোস্ট করে বুবলী লিখেছেন, পুরো মার্চ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর