ডাসেনকে সাজঘরে পাঠালেন সাইফুদ্দিন

সাইফুদ্দিন

ডাসেনকে সাজঘরে পাঠালেন সাইফুদ্দিন

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

এবার ফন ডার ডাসেনকে সাজঘরে পাঠালেন সাইফুদ্দিন। তার আগের ওভারেই মোস্তাফিজের বলে চরাও হন ডাসেন। এক ওভারে করেন ১৫ রান।

বর্তমানে ৪০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২২৮/৫।

এর আগে বিপজ্জনক হয়ে ওঠা জুটি ভাঙেন মোস্তাফিজুর রহমান। ফেরান ভয়ংকর হতে থাকা ডেভিড মিলারকে। বাংলাদেশের বিপক্ষে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যাওয়া দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসিসকে বোল্ড করেন মিরাজ। সাজঘরে ফেরার আগে ৫৩ বলে পাঁচটি চার ও একটি ছক্কায় ৬২ রান করেন ডু প্লেসিস।

বাংলাদেশের বিপক্ষে ৩৩১ রানের টার্গেট তাড়া করতে নেমে দলীয় ৪৯ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়ে ফেরেন আফ্রিকান ওপেনার। তার আগে ৩২ বলে ২৩ রান করেন ডি কক।

ব্যাটিংয়ের পর ফিল্ডিংয়েও দুর্দান্ত মুশফিকুর রহিম। তার থ্রোতে ভেঙে যায় দক্ষিণ আফ্রিকান ওপেনার কুইন্টন ডি ককের উইকেট।  

দ্বিতীয় উইকেটে অফিনায়ক ফাফ ডু প্লেসিসের সঙ্গে ৫৩ রানের জুটি গড়েন মার্করাম। এ জুটি ভাঙেন সাকিব। বিশ্বসেরা এ অলরাউন্ডারের শিকারে পরিনত হওয়ার আগে ৫৬ বলে ৪৬ রান করেন মার্করাম। তার বিদায়ের মধ্য দিয়ে ১০২ রানে দুই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।  

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর